ইস্টবেঙ্গল (East Bengal FC) যেন মিনি হাসপাতাল। ক্রমে লম্বা হচ্ছে চোট পাওয়া ফুটবলারদের তালিকা। জল্পনা রয়েছে নিশু কুমারকে (Nishu Kumar) নিয়ে। নিশুর চোট কবে, কীভাবে লেগেছে সে ব্যাপারে প্রশ্ন রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে।
East Bengal FC: চোট পেলেন ইস্টবেঙ্গলের আরও ২ ফুটবলার
কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলকে দেখাচ্ছে অপ্রিতরোধ্য। মরসুমের শুরু থেকে রিজার্ভ দলের ছেলেদের দৌড় আশা জাগিয়েছিল। রিজার্ভ দলের ফুটবলারদের সঙ্গে কয়েকজন অভিজ্ঞ ফুটবলারকে যুক্ত করে সিএফএল ২০২৪-এর দল সাজিয়েছে লাল হলুদ শিবির। ইস্টবেঙ্গলের এই সিএফএল দলেও রয়েছে চোট সমস্যা। সায়ন ব্যানার্জী গত ম্যাচে খেলতে পারেননি। পিভি বিষ্ণু-ও পুরোপুরি ফিট নন।
ইস্টবেঙ্গলের কোন কোন ফুটবলারের ফিটনেস সমস্যা রয়েছে সেটা মোটামুটি সমর্থকরা এখন জানেন। চোট পাওয়া ফুটবলারদের লিস্টে নিশু কুমারের নাম অনেককে বিস্মিত করেছে। সমর্থকদের একাংশের প্রশ্ন, চোট লাগল কবে?
দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, অনিশ্চিত মোদী-মমতার বৈঠক
জানা গিয়েছে, প্র্যাকটিসে নেমে চোট পেয়েছিলেন নিশু কুমার। কুঁচকিতে চোট। চোট বেশ গুরুতর বলেই আশঙ্কা করা হচ্ছে। আগামী মাস দুয়েক মাঠে না-ও ফিরতে পারেন। এই পরিস্থিতিতে নিশু কুমারের জায়গায় অন্য সাইড ব্যাককে নিশ্চিত করতে হবে ইমামি-ইস্টবেঙ্গল কর্তাদের। আগামী ২৯ জুলাই ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। মাঝে আর দিন কয়েক বাকি। তার আগে নিশু কুমার সম্পর্কে কোনও আপডেট ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয় কি না সেটাই দেখার বিষয়।