HomeSports Newsবসুন্ধরা ম্যাচের আগে সমর্থকদের উদ্দেশে বড় বার্তা হেক্টরের

বসুন্ধরা ম্যাচের আগে সমর্থকদের উদ্দেশে বড় বার্তা হেক্টরের

- Advertisement -

এএসফি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) এবং বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) ম্যাচটি ফুটবল প্রেমীদের জন্য এক বিশেষ গুরুত্ব বহন করছে। বর্তমান পরিস্থিতিতে, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর অধীনে এখনও পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। তাঁর দলটি কঠোর লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং মঙ্গলবারের ম্যাচটি তাদের জন্য একটি মোড় ঘোরানোর সুযোগ হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে নামার আগে সমর্থকদের উদ্দেশে বড় বার্তা দিলেন লাল-হলুদ রক্ষণভাগের ফুটবলার হেক্টর ইউস্তে (Hector Yuste)।

Mohun Bagan SG : হায়দরাবাদকে সমীহ করে ‘বিস্ফোরক’ মোলিনা!

   

অতীতে পারো এফসির বিরুদ্ধে ড্র করার পর, ইস্টবেঙ্গল এই ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া। বসুন্ধরা কিংস, যাঁদের বিরুদ্ধে তাঁরা লড়বে, তারা শক্তিশালী একটি দল। তবে ইস্টবেঙ্গলের এই ম্যাচটি শুধুমাত্র তিন পয়েন্ট অর্জনের জন্য নয়, বরং কোয়ার্টার ফাইনালে উত্তরণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জ লিগের কাঠামো অনুযায়ী, গ্রুপের শীর্ষস্থানাধিকারী দলগুলো সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে এবং সেরা তিনটি দ্বিতীয় স্থানাধিকারী দলও সুযোগ পাবে।

শুনেই আত্মহারা, মহামেডান সমর্থকদের কোন বার্তা কোচ চেরনিশভের!

ইস্টবেঙ্গলের সমর্থকরা ইতিমধ্যেই ম্যাচের জন্য উৎকণ্ঠিত। মাঠের পরিস্থিতি, দলের কৌশল এবং খেলোয়াড়দের মানসিকতা এই ম্যাচের ফলাফলে নির্ধারক ভূমিকা রাখতে পারে। হেক্টরের কথায়, “আমরা জয় ছিনিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করবো,” এটি দলের মানসিকতাকে তুলে ধরে। দলের সদস্যদের মধ্যে প্রত্যেকের জন্য এই ম্যাচটি শুধু একটি খেলা নয়, বরং সাফল্যের লক্ষ্যে পৌঁছানোর একটি পদক্ষেপ। তাই আমাদের সামনে জয় ছাড়া আর কোনও বিকল্প রাস্তা খোলা নেই বলেও উল্লেখ করেন এই লাল-হলুদ ফুটবলার।

রাসেল নন, শাহরুখের ‘আস্থাভাজন’ এই ক্রিকেটারকেই ধরে রাখতে আগ্রহী কেকেআর

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে জয়ী হলে ইস্টবেঙ্গলের কোয়ার্টার ফাইনাল প্রবেশের সম্ভাবনা বাড়বে। এই জন্য তারা দলের কৌশল ও পারফরম্যান্সের উপর বিশেষ মনোযোগ দিচ্ছে। সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই সন্ধিক্ষণের জন্য যখন লাল-হলুদ ব্রিগেড মাঠে তাঁদের শক্তি ও দক্ষতা প্রদর্শন করবে। ম্যাচটির ফলাফল ইস্টবেঙ্গলের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, যেখানে তাঁরা তাঁদের দীর্ঘ প্রতীক্ষিত জয় পেতে পারে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular