আনোয়ার ইস্যুতে নয়া সিদ্ধান্ত প্লেয়ার স্ট্যাটাস কমিটির

Date:

Share post:

গত কয়েক মাস ধরেই আনোয়ার আলিকে (Anwar Ali) নিয়ে সরগরম ভারতীয় ক্লাব ফুটবল (Indian Football)। শেষ মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) হয়ে খেলেছিলেন এই তারকা ডিফেন্ডার। দুরন্ত পারফরম্যান্স করার পাশাপাশি দলকে ট্রফি জেতানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তারকা সেন্টার ব্যাকের। কিন্তু নয়া মরসুমে বদলে যায় গোটা পরিস্থিতি। লোন ডিলের পরিবর্তে ক্লাবের কাছে স্থায়ী চুক্তি চেয়ে বসেন জাতীয় দলের এই ডিফেন্ডার। কিন্তু সঠিক উত্তর পাননি। তাই যোগদান করেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলে (East Bengal FC)। এই ট্রান্সফার নিঃসন্দেহে চমকে দিয়েছিল দেশের সকল ফুটবলপ্রেমীদের (Football Lovers)।

Advertisements

নিজের চোট প্রসঙ্গে কী বললেন মাদিহ তালাল? জানুন

Advertisements

কিন্তু এত সহজে খেলোয়াড় ছাড়তে রাজি ছিলনা সবুজ-মেরুন। পরবর্তীতে তাঁকে ফিরিয়ে আনার লড়াইয়ে নামে সবুজ-মেরুন ব্রিগেড। যারফলে ক্রমশ জটিল হয়ে উঠতে থাকে গোটা পরিস্থিতি। যারফলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির আওতায় চলে যায় এই দল বদলের ইস্যু। পূর্বে সেই নিয়ে তাঁদের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হলেও সেই নিয়ে খুব একটা খুশি থাকেনি পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল। যারফলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেখানেই খতিয়ে দেখা হয় গোটা বিষয়টি।

বাগানের বিরুদ্ধে এই লক্ষ্য গোয়ার কোচ মানোলো মার্কুয়েজের

আদালতের তরফে পিএসসির তরফে পূর্বে জারি করা সমস্ত সিদ্ধান্ত বাতিল করে গোটা বিষয়টি শুরু থেকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। সেই সুবাদেই নো অবজেকশন সার্টিফিকেট পায় আনোয়ার আলি। যারফলে লাল-হলুদ জার্সিতে এখনও খেলতে পারছেন এই তারকা ফুটবলার। পরবর্তীতে শুনানির দিনক্ষণ ধার্য করা হলেও দেখা দিয়েছিল একাধিক সমস্যা। অসুস্থ থাকার কারণে মাঝে হাজির থাকতে পারেননি আনোয়ার আলির আইনজীবী। যারফলে বেশ কিছুটা পিছিয়ে যায় শুনানির দিনক্ষণ। গত নভেম্বরের পর ঘোষণা অনুযায়ী গত ১৯শে ডিসেম্বর ধার্য করা হয়েছিল পরবর্তী শুনানি।

বছর শেষে ভারত পেল নতুন দায়িত্ব, অনুষ্ঠিত হবে এই ইভেন্ট

যেখানে উভয় পক্ষের মতামত খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। সেখানেই শোনা হয় প্রত্যেক পক্ষের মতামত। তারপর আগামী ১৬ই জানুয়ারি ধার্য করা হয় পরবর্তী শুনানির দিনক্ষণ। আশা করা হচ্ছে সেইদিন হয়তো প্রকাশ্যে আসবে গোটা বিষয়টি।

Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
spot_img

Related articles

পুলিশি অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ গ্যাংস্টার

রাঁচি: রাঁচির বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চলাকালীন দুইটি পৃথক বন্দুকবন্দুকের ঘটনায় পাঁচজন দুষ্কৃতীকে গ্রেফতার (Gangsters) করা হয়েছে। পুলিশের...

জম্মু-কাশ্মীর: রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা এনসি, বিজেপি-র

জম্মু ও কাশ্মীর: জম্মু ও কাশ্মীরের রাজ্যসভার (J&K Rajya Sabha Polls) চারটি আসনের জন্য সোমবার মনোনয়নপত্র জমা দিল...

ইন্দোনেশিয়ার বিপক্ষে এগিয়ে থেকে ড্র করল ভারতীয় ফুটবল দল

সূচি অনুযায়ী আজ জাকার্তার স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় অনূর্ধ্ব ২৩ ফুটবল দল (India U23 vs Indonesia)।...

নৈহাটির বড়মার পুজো কবে, জানুন পূর্ণ সময়সূচি

নৈহাটি: বড়মার পুজো (Naihati Baroma Puja 2025) মানেই এক অদ্ভুত ভক্তিমূলক উন্মাদনা। প্রতিবছর দীপান্বিতা অমাবস্যার দিনে নৈহাটির গঙ্গার...