Sunday, December 7, 2025
HomeSports Newsফের রসগোল্লা ডার্বিতে ইস্টবেঙ্গলের মুখোমুখি ওডিশা, এক নজরে একাদশ

ফের রসগোল্লা ডার্বিতে ইস্টবেঙ্গলের মুখোমুখি ওডিশা, এক নজরে একাদশ

- Advertisement -

আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই দুই হেভিওয়েট দলের লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে সল্টলেক স্টেডিয়াম। একদিকে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC) অন্যদিকে ওডিশা এফসি‌ (Odisha FC)। বলাবাহুল্য, টুর্নামেন্টের (ISL) প্রথম লেগে কলিঙ্গের বুকে অনবদ্য লড়াই করেও সাফল্য পায়নি লাল-হলুদ ব্রিগেড। একটি গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছিল ময়দানের এই প্রধান দলকে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। সেই কথা মাথায় রেখে নিজেদের ঘরের মাঠে বদলা নিতে চাইবে অস্কার ব্রুজনের ছেলেরা। গত কয়েকদিন ধরে সেইমতো নিজেদের প্রস্তুত করেছেন সকলে।

ওডিশা ম্যাচের আগে সমর্থকদের নজর কাড়লেন লাল-হলুদ গোলরক্ষক

   

অন্যদিকে হোম ম্যাচের পর অ্যাওয়ে ম্যাচে ও জয় পেতে চাইবেন ওডিশা কোচ সার্জিও লোবেরা। হিসাব অনুযায়ী দেখলে শেষ চারটি ম্যাচ অপরাজিত রয়েছে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। যার মধ্যে দুইটি ম্যাচে বিরাট বড় ব্যবধানে জয় এসেছে তাঁদের। গত ম্যাচে মুম্বাই সিটি এফসির বিপক্ষে ড্র করার পর এবার ইস্টবেঙ্গল বধ করে জয় ছিনিয়ে নিতে চাইবেন আহমেদ জাহুরা। কিন্তু তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণার অনুপস্থিতি কিছুটা হলেও চিন্তায় রাখছে সকলকে। অপরদিকে, শেষ তিনটি ম্যাচের মধ্যে দুইটিতে জয় এসেছে ইস্টবেঙ্গলের।

মোহনত্যাগী হাবাসের ইন্টার কাশীর সামনে এবার নতুন চ্যালেঞ্জ!

জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য থাকলেও একাধিক তারকা ফুটবলারের চোট নিয়ে যথেষ্ট চিন্তিত লাল-হলুদ কোচ। তবে সবদিক মাথায় রেখেই একাদশ সাজিয়েছেন অস্কার। সেইমতো আজও দলের তিন কাঠি সামাল দিতে চলেছেন প্রভসুখান সিং গিল। দলের রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে মহম্মদ রাওকিপ, আনোয়ার আলি, হিজাজি মাহের, লালচুংনুঙ্গা। মাঝমাঠ সামাল দেওয়ার জন্য থাকছেন সৌভিক চক্রবর্তী, জিকসন সিং এবং মাদিহ তালাল। দুই উইংয়ে থাকবেন নাওরেম মহেশ সিং এবং পিভি বিষ্ণু। সেইসাথে ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন ক্লেটন সিলভা।

একইভাবে আজ ওডিশার তিন কাঠি সামাল দেওয়ার জন্য থাকছেন অমরিন্দর সিং। ডিফেন্সে থাকছেন রহিম আলি, থোইবা সিং, মুর্তাজা ফল, জেরি লালরিনজুয়ালা। মাঝমাঠের দায়িত্বে থাকছেন আহমেদ জাহু, লালথাথাংঙ্গা খাওলহরিং। আপফ্রন্টে থাকছেন যথাক্রমে হুগো বুমোস, ইশাক ভানলালরুয়াতফেলা, জেরি মাউহিমিংথাঙ্গা। ফরোয়ার্ডে থাকছেন ব্রাজিলিয়ান তারকা দিয়াগো মাউরিসিও।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular