দুই অর্ধে দুই রূপ! দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ড্র মশাল ব্রিগেডের

দুই অর্ধে দুই রকম ইস্টবেঙ্গল (East Bengal FC)। প্রথমার্ধে ছন্নছাড়া, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো। কল্যাণী স্টেডিয়ামে লিগের (CFL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে কাস্টমসের (Calcutta Customs) বিরুদ্ধে ২-২…

East Bengal FC draw against Calcutta Customs by 2-2 in CFL 2025

দুই অর্ধে দুই রকম ইস্টবেঙ্গল (East Bengal FC)। প্রথমার্ধে ছন্নছাড়া, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো। কল্যাণী স্টেডিয়ামে লিগের (CFL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে কাস্টমসের (Calcutta Customs) বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ল বিনো জর্জের (Bino George) ছেলেরা। ২ গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে এসে লাল-হলুদ শিবির অন্তত এক পয়েন্ট বাঁচাতে সক্ষম হল। তবে ম্যাচের পারফরম্যান্সে খুশি হওয়ার খুব একটা কারণ নেই। বিশেষ করে প্রথমার্ধে যে রকম নিস্তেজ ফুটবল খেলল ইস্টবেঙ্গল, তা চিন্তায় ফেলবে কোচিং স্টাফকে।

   

শনিবার জয়কেই পাখির চোখ করে খেলতে নেমেছিল মশালবাহিনী। কিন্তু শুরুর থেকে তেমন ছন্দ দেখা যায়নি ইস্টবেঙ্গলের খেলা। ম্যাচের প্রথম ২০ মিনিটেই দুই গোল খেয়ে বসে তারা। শুরুতে অবশ্য দারুণ সুযোগ তৈরি করেছিলেন আমন ও সঞ্জীব। ৬ ও ১০ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ মিস করেন তাঁরা। কিন্তু ১৮ মিনিটে ইস্টবেঙ্গলের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে পেনাল্টি আদায় করে নেয় কাস্টমস। চাকু মাণ্ডির ট্যাকলে বক্সে পড়ে যান সুময় সোম। নির্ধারিত পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি শ্লোক তিওয়ারি।

সেখানে থেমে না থেকে ২২ মিনিটে স্কোরলাইন ২-০ করেন সৌরভ সেন। তবে এই গোলের মূল কারিগর ছিলেন তরুণ রিকি ঘরামি। তিনি দারুণ ভঙ্গিমায় বল বাড়ান শ্লোককে, যেখান থেকে সহজেই গোল করে যান সৌরভ। ইস্টবেঙ্গলের রক্ষণ যেন একেবারে ছন্নছাড়া হয়ে পড়ে। ম্যাচের প্রথমার্ধে বল পজিশন বা আক্রমণ—সব ক্ষেত্রেই এগিয়ে ছিল কাস্টমস।

তবে দ্বিতীয়ার্ধে এক অন্য রূপে দেখা যায় লাল-হলুদ ব্রিগেডকে। পিছিয়ে থাকা দল ম্যাচে ফিরে আসার চেষ্টা করে শুরু থেকেই। ৫১ ও ৫৬ মিনিটে দুইটি দারুণ সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি। কিন্তু অবশেষে ৬১ মিনিটে ব্যবধান কমান বদলি হিসেবে নামা অনন্থু। ডান দিক থেকে জেসন টিকে অসাধারণ সেন্টার দেন এবং অনন্থু হেডে গোল করে আশা জাগান ইস্টবেঙ্গলের।

Advertisements

এর ঠিক তিন মিনিট পরেই আবার গোলের সুযোগ পায় কাস্টমস, তবে গোল করতে ব্যর্থ হয় তারা। ম্যাচের মোড় ঘুরে যায় ৭১ মিনিটে। প্রভাত লাকরা অসাধারণ এক দূরপাল্লার শটে ম্যাচে সমতা ফেরান। এরপর দুই দলই একাধিক আক্রমণ চালায়, কিন্তু কেউ আর জালের দেখা পায়নি। শেষ পর্যন্ত দুই দলই একটি করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

এদিনের ম্যাচের ফলাফলে লিগ টেবিলেও পরিবর্তন এসেছে। এই ড্রয়ের ফলে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ ‘এ’-র সপ্তম স্থানে। অন্যদিকে, ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কাস্টমস উঠে এসেছে দ্বিতীয় স্থানে। লিগে টিকে থাকতে হলে এবং নকআউট পর্বে জায়গা পাকা করতে হলে, পরের ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই লাল-হলুদ ব্রিগেডের কাছে। তবে তার আগে দরকার রক্ষণভাগের গাফিলতি কাটিয়ে দলের সামগ্রিক ছন্দ ফিরে পাওয়া।

East Bengal FC draw against Calcutta Customs by 2-2 in CFL 2025