একই দিনে জোড়া ট্রফির হাতছানি লাল-হলুদের, ফ্রি-এন্ট্রি সমর্থকদের

গতবারের মতো এবারের কলকাতা ফুটবল লিগে ও দারুন ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। প্রিমিয়ার ডিভিশন লিগের প্রথম ম্যাচে মেসার্স ফুটবল ক্লাবকে বিরাট…

East Bengal Dominates Kolkata Derby: Statistical Supremacy Over Mohun Bagan in 2025 Durand Cup

গতবারের মতো এবারের কলকাতা ফুটবল লিগে ও দারুন ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। প্রিমিয়ার ডিভিশন লিগের প্রথম ম্যাচে মেসার্স ফুটবল ক্লাবকে বিরাট বড় ব্যবধানে পরাজিত করেছিল বিনো জর্জের ছেলেরা। তারপর মাঝে কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি লাল-হলুদের। অনায়াসেই জয়ের সরণিতে ফিরেছিল কলকাতা ময়দানের এই প্রধান। যারফলে শেষ পর্যন্ত গ্ৰুপ টেবিলের শীর্ষে থেকেই সুপার সিক্সের জন্য কোয়ালিফাই করে ইস্টবেঙ্গল।

তারপর সুপার সিক্সের প্রথম থেকে ও বজায় ছিল জয়ের ধারাবাহিকতা। টুর্নামেন্টের নতুন দল তথা ইউনাইটেড কলকাতা ফুটবল ক্লাবকে পরাজিত করার পর গত কয়েকদিন আগেই বাংলার অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা ডায়মন্ড হারবার এফসিকে টেক্কা দেয় জেসিন টিকেরা। যারফলে বর্তমানে যা পরিস্থিতি তাতে আগামীকাল অর্থাৎ সোমবার সুপার সিক্সের শেষ ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাব। নিজেদের ক্লাবের মাঠে এই ম্যাচে ড্র করলেই এই নয়া সিজনের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হবে মশাল ব্রিগেড।

   

বর্তমানে এই ম্যাচের দিকে নজর রয়েছে সকলের। কিন্তু শুধুমাত্র এই সিজনে নয়। গত বছর ও দাপটের সাথে কলকাতা লিগ খেলেছিল ইস্টবেঙ্গল। অপরাজিত ভাবে শেষ করেছিল টুর্নামেন্ট। খাতায় কলমে গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল লাল-হলুদ। তবে আদালতের রায়ের দিকে জন্য ছিল সকলের। দিনকয়েক আগেই সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। সেই অনুযায়ী এবার বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফে গতবারের বিজয়ী ঘোষণা করা হয়েছে বিনোর দলকে। কিন্তু কবে হাতে উঠবে ট্রফি? সেই নিয়েই উঠে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে, আগামীকাল দুপুর দুটোয় ক্লাবের মাঠেই দেওয়া হবে গতবারের ট্রফি।

Advertisements

সেটি দলের হাতে তুলে দেবেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও জানা গিয়েছে, অন্যান্য ডিভিশনের পুরষ্কার তুলে দেওয়া হবে পরবর্তীতে। কিন্তু শুধুমাত্র গতবারের ট্রফি নয়। একই দিনেই জোড়া ট্রফি নিশ্চিত করতে চাইছে পিভি বিষ্ণুরা। গতবারের ট্রফি ইতিমধ্যেই নিশ্চিত। এবার আগামীকাল ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে টেক্কা দিতে পারলে এবারের লিগ ও নিশ্চিত হয়ে যাবে লাল-হলুদে। বলতে গেলে এক নতুন ইতিহাস তৈরি করার পথে ইস্টবেঙ্গল। আরও জানা গিয়েছে, বিনা টিকিটেই নাকি ক্লাবের মাঠে আগামীকালের ম্যাচ উপভোগ করতে পারবেন সমর্থকরা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News