এবার ও নিজেদের জয়ের ধারা বজায় রাখল ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal FC) মহিলা ফুটবল দল। আজ কন্যাশ্রী কাপের (Kanyashree Cup) দ্বিতীয় ম্যাচে ওয়েস্টবেঙ্গল পুলিশের (West Bengal Police) মুখোমুখি হয়েছিল সুলঞ্জনারা। নির্ধারিত সময়ের শেষে ৭-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় ময়দানের এই প্রধান। লাল-হলুদের জার্সিতে গোল করেন যথাক্রমে তুলসী হেমব্রম, সুস্মিতা বর্ধন, সুলঞ্জনা রাউল ও সোনালীর।
অন্যদিকে, পুলিশ দলের তরফ থেকে একটি মাত্র গোল পরিশোধ করা হলেও তাতে খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। উল্লেখ্য, এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে গত কয়েকদিন আগেই কালীঘাট স্পোর্টস লাভার দলের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচ ও বড় ব্যবধানে জিতে ছিল দল। এবার ও থাকল সেই ধারা।
যারফলে, দুই ম্যাচ খেলে মোট ছয় পয়েন্ট তুলে নিল দল। গত ম্যাচে বিরাট ব্যবধানে জয় পাওয়ার পরে আজ শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক থেকেছে লাল-হলুদ ব্রিগেড। তার জন্য আজ শুরু থেকেই যথেষ্ট চনমনে লেগেছে গোটা দলকে। ম্যাচের ঠিক ছয় মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন সুস্মিতা। তারপর ম্যাচের ঠিক পনেরো মিনিটের মাথায় গোল করে ব্যবধান বাড়ান তুলসী।
FT| Continuing the winning momentum!✌️
Well done, #MoshalGirls! On to the next one! ❤️💛#KanyashreeCup #JoyEastBengal #EastBengalFC #ISL10 pic.twitter.com/Vz1NjkxlkY
— East Bengal FC (@eastbengal_fc) November 25, 2023
প্রথমার্ধের শেষে ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে লাল-হলুদ। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের তরফ থেকে একটি গোল করে ব্যবধান কমানো হলেও সুলঞ্জনা ও সোনালীর অনবদ্য তিনটি গোলে প্রতিপক্ষ দলকে কার্যত মাথানত করতে হয়।
আজকের এই জয়ের ফলে এবারের এই টুর্নামেন্টে যথেষ্ট অক্সিজেন পাবে ইস্টবেঙ্গল। অন্যদিকে, আইএসএল ম্যাচে আজ জেতা ম্যাচ কার্যত হাতছাড়া করে এসেছে কুয়াদ্রাতের ছেলেরা। যা দেখে হতাশ সকলেই।