East Bengal FC: নিজের কাঁধে কোনো দোষই নিচ্ছেন না স্টিফেন!

East Bengal FC head coach Stephen Constantine

লিগের একটা ম্যাচ সবে খেলা হয়েছে। হাতে অনেকটা সময়, অনেকগুলো ম্যাচ এখনও বাকি। তাই এখনই হাল ছাড়তে নারাজ ইস্টবেঙ্গল (East Bengal FC) কোচ স্টিফেন কনস্টানটাইন। কিন্তু দলের পারফরম্যান্স এতোটা হতশাজনক কেন? উত্তর দিয়েছেন লাল হলুদ কোচ।

Advertisements

কেরালা ব্লাস্টার্সে বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থতা প্রসঙ্গে স্টিফেন বলেছেন, “তরুণদের নিয়ে গড়া দল নিয়ে ৬-৭ সপ্তাহ অনুশীলন করতে পেরেছি আমরা। তবে এটাই সত্যি ঘটনা… দ্বিতীয়ার্ধে আমাদের মনসংযোগে ঘাটতি ছিল। লুনা যখন গোলটা করে, তখন ওকে ওই জায়গায় পৌঁছতে দেওয়া ঠিক হয়নি।”

মনঃসংযোগ ছাড়াও আরো একটা বিষয়ে খুব একটা খুশি নন কোচ। সেটা হল প্রস্তুতি ম্যাচ। স্টিফেনের মতে, “বেশি যেটার অভাব হয়েছে, তা হল ম্যাচ প্র্যাকটিস। একটা দল যত ম্যাচ খেলে, তত তারা ম্যাচের উপযোগী হয়ে ওঠে। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ডুরান্ড কাপের শেষ ম্যাচে সেটা প্রমাণ হয়ে গিয়েছে। ওটাই এ মরশুমে আমাদের সবচেয়ে বড় পরীক্ষা ছিল এবং আমরা ভালই খেলেছিলাম। ঠিকঠাক পরিবর্তন করে খেলোয়াড় নামিয়েছিলাম। হার মোটেই ভাল জিনিস নয়। তবে এই হার থেকে শিক্ষা নিতে হবে আমাদের।”

Advertisements

হারলেও ভেঙে পড়তে নারাজ ভারতের জাতীয় দলের প্রাক্তন কোচ। একাধিক নেতিবাচক বিষয়ের মাঝে তিনি ইতিবাচক দিক খোঁজার চেষ্টা করেছেন, “এর মধ্যেও কিছু ইতিবাচক ব্যাপার আছে। ব্লাস্টার্স গতবার লিগে চতুর্থ স্থানে শেষ করেছিল। ওদের সেই দলই খেলছে, সেই কোচেরই তত্ত্বাবধানে। প্রথমার্ধে আমরা ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি।”