East Bengal FC: ইন্ডিপেনডেন্স ট্রফিতে বড় জয় লাল-হলুদের, জোড়া গোল রোশলের

গত ডেভেলপমেন্ট লিগের সময় থেকেই ব্যাপক ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal FC) জুনিয়র ফুটবল দল। সেবার সবুজ-মেরুনের পাশাপাশি একাধিক শক্তিশালী দলকে হারিয়ে জোন থেকে…

East Bengal FC Clinches Independence Trophy

গত ডেভেলপমেন্ট লিগের সময় থেকেই ব্যাপক ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal FC) জুনিয়র ফুটবল দল। সেবার সবুজ-মেরুনের পাশাপাশি একাধিক শক্তিশালী দলকে হারিয়ে জোন থেকে প্রথম হয়ে উঠলেও জাতীয় স্তরে গিয়ে শেষ রক্ষা হয়নি। সেমিফাইনালে যাওয়ার আগেই তাদের পরাজিত হতে হয়েছিল রিলায়েন্স ইয়ং চ্যাম্পসদের বিপক্ষে।

ফলে, সেখানেই শেষ হয়ে যায় অভিযান। পরবর্তীতে কলকাতা ফুটবল লিগের দিকেই নজর ছিল তুহিনদের। সেখানে প্রথম ম্যাচে রেনবো এফসির বিপক্ষে কোনোরকমে ড্র করলেও পরবর্তীকালে ওয়েস্টবেঙ্গল পুলিশ থেকে শুরু করে কলকাতা কাস্টমস, উয়াড়ি অ্যাথলেটিক সহ একাধিক দলের বিপক্ষে বড়সড় ব্যবধানে জয় তুলে নিতে থাকে কলকাতার এই প্রধান।

তবে মাঝে একবার রঞ্জন চৌধুরীর ভবানীপুরের বিপক্ষে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ করতে হলেও পরবর্তীকালে ফের নিজেদের ছন্দ বজায় রেখেই সুপার সিক্সে স্থান করে নেয় ইস্টবেঙ্গল। তবে সেখানে ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডানের বিপক্ষে হেরেই কলকাতা লিগ হাতছাড়া হয় লাল-হলুদের। এরপর অন্যান্য ট্রফি খেলার দিকেই নজর দেওয়া হয়। তাদের তরফে। যাদের মধ্যে রয়েছে ইন্ডিপেন্ডেন্স ট্রফি (Independence Trophy)।

তার প্রথম ম্যাচেই আসে সাফল্য। নির্ধারিত সময়ের শেষে গ্লোবাল এফসিকে ৬-১ গোলের ব্যবধানে জেতে সেই ম্যাচ। লাল-হলুদের জার্সিতে গোল করেন যথাক্রমে রোসেল,জেসিন,দ্বীপ,জিশান, কৌস্তভ। দলের হয়ে জোড়া গোল করেন রোশেল। আজকের এই জয়ের ফলে বর্তমানে ট্রফি জয়ের অনেকটাই কাছে কলকাতার এই প্রধান।