East Bengal FC: ১৪ তারিখে AFC ম্যাচ, মাঠে না গিয়েও খেলা দেখবেন কীভাবে?

AFC চ্যাম্পিয়ন্স লিগ টু ২০২৪-২৫ প্রিলিমিনারি রাউন্ডে তুর্কমেনিস্তানের আলটিন আসরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। ১৪ অগস্ট (বুধবার) অনুষ্ঠিত হতে…

East Bengal Revives Playoff Aspirations, Defeating Jamshedpur FC in a Pivotal Victory

AFC চ্যাম্পিয়ন্স লিগ টু ২০২৪-২৫ প্রিলিমিনারি রাউন্ডে তুর্কমেনিস্তানের আলটিন আসরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। ১৪ অগস্ট (বুধবার) অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচটি ইস্টবেঙ্গলের জন্য মরণ বাঁচন ম্যাচ। এই ম্যাচ জিততে পারলে প্রতিযোগিতায় তারাও মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে পাল্লা দিতে পারবে।

   

এক দু’বছর নয়, কুয়াদ্রত ভাবছেন আগামী ২০-৩০ বছরের কথা

ইস্টবেঙ্গল বনাম অলটিন আসির ম্যাচটি হবে বুধবার সন্ধ্যা ৭টায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। আশা করা হচ্ছে গ্যালারিতে উপচে পড়বে লাল হলুদ জনতা। কিন্তু সবার পক্ষে মাঠে গিয়ে খেলা দেখা সম্ভব নয়। এই পরিস্থিতিতে ভরসা লাইভ স্ট্রিমিং। ইস্টবেঙ্গলের এএফসি ম্যাচ লাইভ কোথায় দেখা যাবে সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে।

‘ফ্যানকোড’ আগামী চার মরশুমের জন্য ভারতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলির স্বত্ব নিজেদের কাছে রেখেছে। তবে এক সর্বভারতীয় ক্রীড়া সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, প্রাথমিক পর্যায়ের ম্যাচগুলি কোনও লাইভ টেলিকাস্ট হবে না। ইস্টবেঙ্গল কিংবা অন্য কোনও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে কি না সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

এবারের মরসুমের শুরু থেকে ভাল ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। কলকাতা ফুটবল লিগে এখনও পর্যন্ত একটিও ম্যাচে হারেনি ইস্টবেঙ্গল এফসি। শক্তিশালী ভবানীপুরের বিরুদ্ধেও জিতেছে দল। সিএফএল-এর মতো ডুরান্ড কাপেও দুরন্ত লাল হলুদ ব্রিগেড। দুই টুর্নামেন্টেই প্রচুর গোল করেছে লাল হলুদ দল। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলাররাও রয়েছেন গোলের মধ্যে। ইস্টবেঙ্গলের এই ফর্ম এশিয়ান ম্যাচেও বজায় থাকবে বলে আশা করবেন ক্লাবের সমর্থকরা। গত মরসুমে বারো বছরের ট্রফি খরা কাটিয়েছে ইস্টবেঙ্গল।

‘তোমার সঙ্গে খেলবো…’, মঙ্গলবার সকালের পারদ চড়াল Mohun Bagan SG

সুপার কাপ জেতার সুবাদে ফের আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে দল। এশিয়ান প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের কীর্তি খোদাই খোদাই করা রয়েছে ইতিহাসের পাতায়। দেশের টুর্নামেন্টের পাশাপাশি এশিয়ান টুর্নামেন্টেও দল যাতে ভাল কিছু করে দেখাতে পারে সেই লক্ষ্য নিয়েই এবার হেভিওয়েট স্কোয়াড গঠন করেছে ইমামি-ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এখন দেখার বুধবার দলে পারফরম্যান্স কেমন হয়।