‘ব্যর্থ’ কোচ স্টিফেনের বিদায় চাইছে ইস্টবেঙ্গল সমর্থকরা

Stephen Constantine

কোচের পদে আসার মাস ছয়েকের মধ্যে প্রশ্ন ওঠা শুরু হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্টানটাইনের কোচিং পদ্ধতি নিয়ে।শুক্রবার মুম্বাই সিটির বিরুদ্ধে ৩-০ গোলে হারার তারপর উপর চটে লাল ইস্টবেঙ্গল সমর্থক’রা।খেলা শেষে স্টেডিয়াম ছেড়ে বেড়ানোর সময় তাদের দারুণ হতাশা প্রকাশ করতে দেখা গেছিলো।

Advertisements

অবশ্য মুম্বাইয়ের কাছে হার রাগের কারণ নয় লাল হলুদ সমর্থকদের।বরং যে স্টাইলে স্টিফেন দলকে খেলাচ্ছেন সেটা তাদের পছন্দ হচ্ছে না।ম‍্যাচের দিন ইস্টবেঙ্গল তিন নম্বর গোল হজম করার পর স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা “Go back, Constantine” তুলেছিলো,অবশ্য এটা কোনও নতুন বিষয় নয়, এর আগে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম‍্যাচেও একই স্লোগান দিয়েছিলো ফ‍্যানেরা।

এখনও অবধি ১০ ম‍্যাচ খেলে সাতটিতেই হেরেছে ইস্টবেঙ্গল।স্বাভাবিক ভাবেই প্রেশার বাড়ছে কনস্টানটাইনের উপর।সোশ্যাল মিডিয়ায় তাকে কোচের পদ থেকে সরানোর দাবিতে সোচ্চার হয়ে উঠেছে ফ‍্যানেরা।

Advertisements

কিন্তু কনস্টানটাইনকে সরালেই কি সমস্যার সমাধান হবে ? এবিষয় প্রশ্ন করা হয়েছিলো ক্লাবের সিজেন টিকিট হোল্ডার সব‍্যসাচী চক্রবর্তীর কাছে,তিনি বলেছেন, ” সমস্যা টিম ম‍্যানেজমেন্টের।আগষ্ট মাসে ফুটবলার খুঁজতে নেমে টিমকে লিগের টপে দেখার প্রত‍্যাশা না রাখাই ভালো।…ম‍্যাচে গোল হজম করলেই গোটা দলটা বুঝতে পারে না এবার কি করবে।পিছিয়ে পহার পর কোনও ম‍্যাচ থেকে এক পয়েন্ট তুলে নিতে পারেনি ইস্টবেঙ্গল।এবার এখনও অবধি তিনটে ম‍্যাচ জিতেছে ইস্টবেঙ্গল,সেই দলগুলো টেবিলে তাদের নীচে আছে।স্টিফেন ট‍্যাক্টিস কোনও কাজে লাগছেনা, আমাদের এমন একজন চাই,যে দলটার ভবিষ্যত রুপরেখা তৈরী করবে সেটা কোনও স্টপগ‍্যাপ কোচ রেখে সম্ভব নয়।”