HomeSports NewsEast Bengal : লাল-হলুদ সংসার অশান্তির আগুনে পুড়ছে

East Bengal : লাল-হলুদ সংসার অশান্তির আগুনে পুড়ছে

- Advertisement -

ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখ পুড়েছে ইস্টবেঙ্গল (East Bengal ) এফসির। ওড়িশা এফসির বিরুদ্ধে খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দু’গোল খায় লাল হলুদ বিগ্রেড। এমন লজ্জার পারফরম্যান্সের পরে ইস্টবেঙ্গলের ভক্তরা ক্ষোভে ফুঁসছে।

ওড়িশা এফসির কাছে ৪-২ গোলে হেরে গিয়ে লাল হলুদ জনতা প্রিয় দলের প্লেয়ার রিক্রুটমেন্ট টিমকে নিশানা করেছে। বিকাশ পাজি,ভাস্কর গাঙ্গুলি,সুমিত ব্যানার্জী সহ শীর্ষকর্তা দেবব্রত সরকারের অপসারণ চেয়েছে।

   

ইস্টবেঙ্গল ভক্তরা দলের এমন খেলা দেখার পর বেশ কয়েকটা পজিশনে খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন তুলেছে। লিমা, ইলিয়ান্দ্রো এবং ইভান এই তিন বিদেশীকে অবিলম্বে রিলিজ দিতে হবে।

ইভান গঞ্জালেসকে নিয়ে ভক্তরা অনেক বেশি আক্রমণাত্মক কেননা, প্রথম দুটি গোল তার পাশ দিয়েই হয়েছিল এবং ওই সময়ে ইভান কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ওড়িশার বিরুদ্ধে ম্যাচে অঙ্কিত এবং প্রীতম কখনই তাদের অবস্থানে ছিল না, এতেই তৃতীয় গোল খেতে হয়েছে এমমটাই মত ইস্টবেঙ্গল সমর্থকদের।ফলে সব মিলিয়ে লাল হলুদ সংসারে এখন অশান্তির আগুন জ্বলছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular