রবিবার এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) টুইটার পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন লাল হলুদ জনতা। শ্রী সিমেন্টের (Shree Cement) বিরুদ্ধে সমর্থকদের বিষোদগার।
ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালের চ্যাম্পিয়ন হয়েছে হায়দরাবাদ এফসি। তাদের শুভেচ্ছা জানিয়েছে পোস্ট করা হয়েছিল এসসি ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নিজেদের একটি ম্যাচের ছবির সঙ্গে ক্যাপশনে লেখা, “Congratulations, @HydFCOfficial . Deserving 2021-22 #HeroISL champions!” অর্থাৎ, হায়দরাবাদ এফসিকে শুভেচ্ছা। ২০২১-২২ ইন্ডিয়ান সুপার লিগের যোগ্য বিজেতা।
Congratulations, @HydFCOfficial . Deserving 2021-22 #HeroISL champions!#WeAreSCEB pic.twitter.com/WK51vDGYrK
— SC East Bengal (@sc_eastbengal) March 20, 2022
এই পোস্ট করার পরেই একের পর এক মন্তব্য করেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। মনজিত দাস নামের একটি প্রোফাইল থেকে কমেন্ট করা হয়েছে, “লজ্জা করে?? আমাদের করে। আপনাদের শুধু ইস্টবেঙ্গল নামকে কাজে লাগিয়ে মাইলেজ লাগে আর সোশ্যাল ডেভলপমেন্টের নামে সিএসআর সিস্টেমে ট্যাক্স বাঁচাতে লাগে। ভাগ্যিস রেলিগেশন নেই থাকলে এবার সেটাও খাওয়াতেন। আপনাদের বড় সাহেব কে বলুন সৎ সাহস থাকলে পাবলিকলি ক্ষমা চাইতে সমর্থকদের কাছে।”
<
p style=”text-align: justify;”>দীপ বলেছেন, ” … অনেক কিছুর জন্যই ক্লাব অফিসিয়ালসদের ক্ষমা চাওয়া উচিৎ সমর্থকদের কাছে… তেমনই শ্রী সিমেন্টেরও উচিৎ চাওয়া।” শ্রী সিমেন্ট এবং শ্রেনিক শেঠের বিরুদ্ধে উঠেছে গো ব্যাক ধ্বনি।