ময়দানে ‘আকাল দীপাবলি’! লাল-হলুদের রঙে রাঙল কলকাতা লিগ

মাত্র দু’ঘন্টা আগে ৪০তম কলকাতা লিগের (CFL 2025) ট্রফি হাতে পেয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। এদিন বিকেল বেলায় লাল-হলুদের মাঠে ফের ইতিহাস রচনা করল বিনো জর্জের…

East Bengal colors lit up CFL 2025 as fans celebrated a spirited ‘Akal Diwali’ on home ground in Kolkata Ground

মাত্র দু’ঘন্টা আগে ৪০তম কলকাতা লিগের (CFL 2025) ট্রফি হাতে পেয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। এদিন বিকেল বেলায় লাল-হলুদের মাঠে ফের ইতিহাস রচনা করল বিনো জর্জের ছেলেরা। ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসকে (United SC) ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বছর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল (Bengali Sports News)। এ যেন পুরনো রাজত্বে ফিরে যাওয়ার ঘোষণাই করে দিল লাল-হলুদ শিবির (Kolkata Football News)। সঙ্গে ৪১ তম শিরোপার দখল নিল তারা।

প্রথম থেকেই দাপটের সঙ্গে ম্যাচ শুরু করে ইস্টবেঙ্গল। ম্যাচের মাত্র তিন মিনিটেই গোলের সহজ সুযোগ নষ্ট করেন বিষ্ণু। এক মিনিট পরেই আমান সিকের শট গোললাইন থেকে ক্লিয়ার করে দেন ইউনাইটেডের সুকচাঁদ কিস্কু। পরপর আক্রমণে চাপে পড়ে যায় ইউনাইটেড রক্ষণভাগ। কিন্তু গোল আসতে সময় লেগে যায়।

   

অবশেষে ৩৮ মিনিটে ডেডলক ভাঙে ডেভিড। সায়নের ডান দিক থেকে নেওয়া শট গোলকিপার অঙ্কন বাঁচালেও, ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি ডেভিড। প্রথমার্ধে বল পজিশন, পাসিং, গোলমুখী শট সবেতেই ইস্টবেঙ্গল ছিল এগিয়ে। একাধিকবার ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল, কিন্তু তা হাতছাড়া হয়েছে সায়ন-বিষ্ণু-ডেভিডদের।

দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল কিছুটা গুটিয়ে খেললেও ইউনাইটেড ফিরে আসে খেলায়। ৫৪ মিনিটে ফের গোলের সামনে সুযোগ নষ্ট করেন বিষ্ণু এবং ডেভিড। এরপর ইউনাইটেডের তরফে পাল্টা আক্রমণ শুরু হয়। ৬৮ মিনিটে দীনেশ মুর্মুর বাড়ানো বলে শ্রীনাথের হেড অসাধারণভাবে বাঁচান ইস্টবেঙ্গলের গোলকিপার গৌরব।

৭২ মিনিটে উত্তেজনা চরমে ওঠে, যখন লাল কার্ড দেখেন ইউনাইটেডের সাপোর্টিং স্টাফ। মাঠ ছাড়ার সময় সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হতেও দেখা যায় তাঁকে। ৮৩ মিনিটে ইউনাইটেডের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় মৌখিক বিতণ্ডা।

Advertisements

৮৮ মিনিটে ম্যাচে ফিরে আসে ইউনাইটেড। ডান দিক থেকে শ্রীনাথের ক্রস ধরে গোল করে যান অমিত বসাক। ম্যাচ তখন ১-১। যদিও সেই ফলেও চ্যাম্পিয়ন হতে পারত ইস্টবেঙ্গল। কিন্তু ড্রতে সন্তুষ্ট ছিলেন না বিনো জর্জের শিষ্যরা।

পরের মিনিটেই গোল। গুইতে শট নেন, ফিরতি বলে বল পান শ্যামল বেসরা। কোনও ভুল না করে বল জড়িয়ে দেন জালে। ২-১ গোলে ফের এগিয়ে যায় লাল-হলুদ। সেখান থেকে আর ফিরে আসার উপায় ছিল না ইউনাইটেডের।

মোদী সরকারকে তোপ, জিএসটি রেট চার্ট প্রকাশ করলেন মমতা

শেষ বাঁশি বাজতেই গোটা মাঠে উল্লাসে ফেটে পড়ে ইস্টবেঙ্গল সমর্থকরা। লেসলি ক্লডিয়াস সরণি রঙিন হয়ে ওঠে মশালের আলোয়। পুজোর আগেই যেন ট্রফির রঙে রঙিন হয়ে উঠল ময়দান। মাঠে নেমে আসে ‘চ্যাম্পিয়ন’ ধ্বনি, খেলোয়াড়দের ঘিরে ধরে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News