২০২২-২৩ ফুটবল মরসুমের ডুরান্ড কাপের ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) একটা মাত্র জয় পেয়েছিল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে, ৪-৩ গোলের ব্যবধানে। ২০২১-২২ সিজনে ইন্ডিয়ান সুপার লীগে (ISL) নাওরেম মহেশ সিংর জোড়া গোলে এফসি গোয়ার বিরুদ্ধে শেষ জয়ের মুখ দেখেছিল মারিও রিভেরার এসসি ইস্টবেঙ্গল।
এই দুই টুর্নামেন্টে বিক্ষিপ্ত জয়ের মাঝে পদ্মা নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। গত ISL সিজনের দুই ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের কাছে হার (মোট টানা ৫ ডার্বি ম্যাচে পরাজয় লাল হলুদ শিবিরের) সব মিলিয়ে ২০২১-২২ ISL মরসুমে লাল হলুদ জার্সিতে ‘লাস্ট বয়ে’র তকমা সেটে রয়েছে,যা এখনও মুছে যায় নি।
প্রেক্ষিতে, বৃ্হস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগের টুইটার হ্যান্ডেলে ‘লাস্ট বয়’ ইস্যুতে করা টুইট পোস্ট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ।ওই টুইট পোস্ট হল,”রেড এবং গোল্ড ব্রিগেড তাদের মূলে থাকবে যখন #HeroISL ফিরে আসবে!
#EastBengalFC বিশ্বস্তরা, আপনি কি আপনার নায়কদের সমর্থন করতে প্রস্তুত?
#LetsFootball #FansAreBack
The Red and Gold Brigade will be 🔙 to their roots when the #HeroISL returns! 🤩#EastBengalFC faithfuls, are you ready to back your heroes? #LetsFootball #FansAreBack pic.twitter.com/lSZBgzalF4
— Indian Super League (@IndSuperLeague) September 29, 2022
এখানে উল্লেখ্য ২০২২-২৩ ISL মরসুমের ক্রীড়াসূচি সামনে এসেছে।৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ISL টুর্নামেন্ট। গত ISL টুর্নামেন্টে ভরাডুবি আর চলতি ডুরান্ড কাপ থেকে ছিটকে যাওয়া সমস্ত ব্যর্থতা ভুলে গিয়ে নতুন উদ্যমে ক্লেইটন সিলভা,সেম্বোয় হাওকিপ, নাওরেম মহেশ, নবিরা অনুশীলন সেশনে ঘাম ঝড়িয়ে চলেছে।
প্রায় প্রতিদিনই নিয়ম করে লাল হলুদ সমর্থকরা প্রিয় দলের প্র্যাকট্রিস সেশন চলার সময়ে সশরীরে হাজির হয়ে খেলোয়াড়দের বুস্ট করে চলেছে।সমর্থকদের প্রত্যাশা একটাই ইস্টবেঙ্গল খেলোয়াড়দের কাছে, লাল হলুদ জার্সি থেকে ‘লাস্ট বয়ে’র তকমা ঝেড়ে ফেলা।