পঞ্চমীর সন্ধ্যায়, (Bengali Festival) যখন চারপাশে উৎসবের (Durga Puja 2025) আমেজ, তখন মধ্যমগ্রাম সংলগ্ন অঞ্চলের একঝাঁক শিশুর মুখে হাসি ফোটাল “ইস্টবেঙ্গল যাদের হৃদস্পন্দন” ফ্যানস ক্লাব (East Bengal Fan)। কেবল মাঠে দলকে সমর্থন নয়, মাঠের বাইরেও তারা প্রমাণ করে চলেছে (Kolkata Football News), মানবিকতাই তাদের আসল পরিচয় (Bengali Sports News)।
এদিন তারা “মধ্যমগ্রাম সৃষ্টির পথে” নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে প্রায় ৬০ জন শিশুর হাতে তুলে দেয় খাদ্যসামগ্রী। ছিল বিস্কুট, কেক ও চিপসের প্যাকেট। ফ্যানস ক্লাবের এক সদস্য বলেন, “আমরা শুধু ফুটবল ভালোবাসি না, মানুষকেও ভালোবাসি। এই শিশুদের মুখে যে হাসি দেখতে পেলাম, তা কোনও ট্রফির চেয়েও বড় পাওনা।”
এই প্রথম নয়, এর আগেও এমন মানবিক উদ্যোগে দেখা গিয়েছে লাল-হলুদের এই ফ্যানস ক্লাবকে। মহালয়ার বিকেলে শোভাবাজারে প্রায় ৬৫ জন পথশিশুর হাতে নতুন জামা-কাপড় এবং খাদ্যসামগ্রী তুলে দেয় ক্লাবের সদস্যরা। সমাজসেবামূলক কাজের এই ধারাবাহিকতায় ফুটে উঠছে তাদের সংবেদনশীল দৃষ্টিভঙ্গি।
অনেকেই মনে করেন, ফুটবল সমর্থন মানেই হট্টগোল, মারামারি বা বিশৃঙ্খলা। কিন্তু “ইস্টবেঙ্গল যাদের হৃদস্পন্দন” ফ্যানস ক্লাব সেই প্রচলিত ভাবনাকে ভেঙে দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে, ফুটবলপ্রেম যেমন আবেগের, তেমনই তা হতে পারে মানবিক উদ্যোগেরও হাতিয়ার।
সমাজের পিছিয়ে পড়া অংশের পাশে দাঁড়িয়ে এরা গড়ে তুলছে এক নতুন দৃষ্টান্ত। এই ধরণের কর্মসূচি আরও বেশি সংগঠনের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
View this post on Instagram
East Bengal Fan spread love on Durga Puja 2025 Panchami through food donation to underprivileged children