উত্তরের বানভাসিদের পাশে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব

শিলিগুড়ির পোড়াঝাড় অঞ্চল, ভয়াবহ বন্যায় তছনছ চারদিক। ঘরবাড়ি, মানুষজন—সব কিছুই ভেসে গেছে সেই দুঃসহ জলরাশির সঙ্গে। এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। শুক্রবার…

east-bengal-fan-club-relief-flood-victims-siliguri-puja-pramanik-sports-equipment-aid

শিলিগুড়ির পোড়াঝাড় অঞ্চল, ভয়াবহ বন্যায় তছনছ চারদিক। ঘরবাড়ি, মানুষজন—সব কিছুই ভেসে গেছে সেই দুঃসহ জলরাশির সঙ্গে। এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিলেন বন্যা কবলিত মানুষের হাতে।

Advertisements

এই অঞ্চলেই থাকেন বাংলার গর্ব, জাতীয় ও রাজ্যস্তরে পদক জয়ী অ্যাথলিট পূজা প্রামানিক। বন্যার সময় বাড়ি ছেড়ে কোথাও যেতে পারেননি তিনি। চোখের সামনে ভেসে গেছে তার জীবনের সবচেয়ে দামি সম্পদ—সব ক্রীড়া সরঞ্জাম। দিনের পর দিন ঘাম ঝরিয়ে, অনুশীলনের জন্য যত জিনিসপত্র তিনি সংগ্রহ করেছিলেন, এক মুহূর্তে স্রোতে মিশে গেল সব।

Advertisements

কিন্তু আশা এখনো টিকে আছে। আগামী ১৩ তারিখ ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের উদ্যোগে পূজা প্রামানিক ও তার মতো আরও যেসব ক্রীড়াবিদ এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের হাতে তুলে দেওয়া হবে নতুন ক্রীড়া সরঞ্জাম। খেলোয়াড়দের স্বপ্ন আবার নতুন করে শুরু করার এক ছোট প্রচেষ্টা।

এই উদ্যোগ শুধুমাত্র সাহায্য নয়, এ এক বিশ্বাসের প্রতীক—যে দুর্যোগ যত বড়ই হোক, খেলার মানুষ কোনোদিন হার মানে না। ইস্টবেঙ্গলের লাল-হলুদ পতাকার মতোই, লড়াই আর জয়ের জেদ শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখে আশাকে।