এএফসি চ্যালেঞ্জ লিগের শুরু থেকেই ছন্দে ফিরতে শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথম ম্যাচে ভুটানের পারো এফসির বিপক্ষে আটকে যেতে হলেও দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে কলকাতা ময়দানের এই প্রধান। বসুন্ধরা কিংস থেকে শুরু করে লেবাননের নাজমেহ এফসির মতো শক্তিশালী দলকে পরাজিত করে এএফসির কোয়ার্টার ফাইনালে উঠে আসে লাল-হলুদ ব্রিগেড। আগামী মার্চ মাসে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল। যেদিকে নজর রয়েছে দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষদের।
Also Read | অনুশীলনে ফিরলেন দীপক, টম অলড্রেডকে নিয়ে ধোঁয়াশা
তবে এএফসি নয়। দলের নব নিযুক্ত কোচ অস্কার ব্রুজনের হাত ধরে আইএসএলে ও ছন্দে ফিরতে শুরু করে মশাল ব্রিগেড। গত ডার্বি ম্যাচে পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে কিছুটা পিছিয়ে থাকতে হলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। তারপর গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে সকলকে চমকে দেয় সৌভিক চক্রবর্তীরা। যারফলে এবারের আইএসএলে প্রথম জয় ছিনিয়ে নেয় লেসলি ক্লডিয়াস সরণির এই ফুটবল ক্লাব।
Also Read | Saul Crespo : চেন্নাই ম্যাচের আগে স্বস্তিতে ইস্টবেঙ্গল, দলে এই স্প্যানিশ ফুটবলার
সেই ছন্দ বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য এই ফুটবল ক্লাবের। আগামী ৭ই ডিসেম্বর ইন্দোরে শক্তিশালী চেন্নাইয়িন এফসির মুখোমুখি হবে লাল-হলুদ শিবির। আসন্ন এই ফুটবল ম্যাচে ও জয় পেতে মরিয়া গতবারের সুপার কাপ জয়ী ফুটবল দল। তবে এক্ষেত্রে সকলকে চিন্তা। রাখছে দলের ফুটবলারদের কার্ড সমস্যা। বলাবাহুল্য, গত নর্থইস্ট ম্যাচে লাল কার্ড দেখার ফলে এবার খেলতে পারবেন না ভারতীয় ডিফেন্ডার লালচুংনুঙ্গা। তাঁর অনুপস্থিতিতে যথেষ্ট চিন্তায় রাখবে অস্কার ব্রুজনকে। এছাড়াও হলুদ কার্ডের কবলে রয়েছেন দলের আরও চার ফুটবলার।
Also Read | হৃতিক তিওয়ারির প্রশংসায় মানোলো, কী বললেন?
যাদের মধ্যে রয়েছেন ডিফেন্ডার হিজাজি মাহের থেকে শুরু করে হেক্টর ইউস্তে মিডফিল্ডার সাউল ক্রেসপো এবং ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেটন সিলভা। হিসাব অনুযায়ী প্রত্যেকেই দেখেছেন প্রায় তিনটি করে হলুদ কার্ড। এই পরিস্থিতি দক্ষিণের এই ফুটবল ক্লাবের বিপক্ষে খেলতে গিয়ে ফের কার্ড দেখলে আসন্ন ওডিশা ম্যাচে আর মাঠে নামা হবে না এই ফুটবলারদের। এমন পরিস্থিতিতে কিছুটা হলেও চাপে থাকছে লাল-হলুদ শিবির।