বুধবার এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal) প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের আর্কাদাগ। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যুবভারতী স্টেডিয়ামের গ্যালারিতে ঘটে এক বিতর্কিত ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। যা ক্লাবের জন্য বড় বিপদে পরিণত হয়েছে। একদিকে, ইন্ডিয়ান সুপার লিগে প্লে-অফের দৌঁড় শেষে চ্যালেঞ্জ লিগের ভালো ফলাফল করতে মরিয়া মশাল ব্রিগেড। অন্যদিকে আইএসএল সম্পর্কিত বিজ্ঞাপনের সাইনবোর্ড নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচের আগে যুবভারতী স্টেডিয়ামের গ্যালারি থেকে আইএসএলের বিজ্ঞাপনের সাইনবোর্ড খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু, সাইনবোর্ড খোলার পরিবর্তে সেটি কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।এখানেই ঘটে বিপত্তি। একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে কালো কাপড়টি বাতাসে উড়ে যায় এবং ম্যাচ কমিশনারের চোখে পড়ে। এই ঘটনাটি দ্রুত ক্লাবের জন্য বড় সমস্যার সৃষ্টি করেছে। ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে, আইএসএল সম্পর্কিত সাইনবোর্ড ঢেকে দেওয়া সত্ত্বেও তা যথাযথভাবে খোলেনি এবং নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে মনে করা হয়।
এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচের আগে যুবভারতী থেকে আইএসএলের বিজ্ঞাপনের সাইনবোর্ড না খুলে তা কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। হাওয়ায় সেই কাপড়ের একটি অংশ উড়ে যায় এবং তা ম্যাচ কমিশনারের চোখে পড়ে। সঙ্গে সঙ্গেই কয়েক লক্ষ টাকা জরিমানা করা হয় ইস্টবেঙ্গলকে… pic.twitter.com/MkTtekSATv
— Ray Sportz (@raysportzbangla) March 5, 2025
ফলে, ইস্টবেঙ্গলকে জরিমানা এবং ক্লাবের বিরুদ্ধে কয়েক লক্ষ টাকার জরিমানা করা হতে পারে বলে জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে, ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের জন্য এটি একটি বড় শিক্ষণীয় বিষয় হতে পারে। আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার ক্ষেত্রে ছোটখাটো নিয়মভঙ্গিও বড় ধরনের শাস্তির কারণ হতে পারে, যা ক্লাবের জন্য আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আশা করা যায়, ভবিষ্যতে এই ধরনের ভুল থেকে শিক্ষা নিয়ে ইস্টবেঙ্গল আরও শক্তিশালী এবং সচেতনভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।