বৃহস্পতিবার ম্যাচের শুরুটা যেমন হয়েছিল শেষটা ইস্টবেঙ্গলের (East Bengal ) জন্য অনুরূপ হল না। গোল করে এগিয়ে যাওয়ার পরেও পরাজয়। মাথাচাড়া দিয়ে উঠল পুরনো রোগ। পয়েন্ট নষ্ট, একেবারে পরাজয়। ওড়িশা এফসির বিরুদ্ধে হেরে গেল ইস্টবেঙ্গল।
খেলা শুরু হতে না হতেই বল চলে যায় গোলের মধ্যে। ইন্ডিয়ান সুপার লীগ ইতিহাসের অন্যতম দ্রুত হওয়া গোলগুলো তালিকায় লেখা থাকবে ২৯ ফেব্রুয়ারির ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি ম্যাচে কথা। এক মিনিটের মধ্যে গোল, ম্যাচে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। গোল করে দলকে এগিয়ে দেন বিষ্ণু পিভি।
কলিঙ্গ স্টেডিয়ামে এদিন দুই দলই মাঠে নেমেছিল পুরো পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে। ওড়িশা এফসি লীগ পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। বিগত কয়েক ম্যাচে পরাজিত হয়নি ওড়িশা। খেলার প্রথম মিনিটে গোল করে ওড়িশা এফসির অপরাজেয় থাকার পথ কিঞ্চিৎ সমস্যাসঙ্কুল করে তুলেছিল ইস্টবেঙ্গল। বিষ্ণুর গোল এসেছিল চকিতে।
The fastest goal by an #EastBengalFC player in the #ISL! Vishnu etched his name in history! He gets to the end of a throw-in, goes past 3 opposition players, cuts into the box and aims at the near post to net his maiden ❤️💛 goal at the top-flight level! 🔥
0️⃣-1️⃣
Watch #OFCEBFC… pic.twitter.com/XUgSoOHW8E
— East Bengal FC (@eastbengal_fc) February 29, 2024
দ্রুততার সঙ্গে প্রতিপক্ষ ডিফেন্সের কয়েকজন ফুটবলারকে কাটিয়ে, বক্সে প্রবেশ করে নিকটবর্তী পোস্ট লক্ষ্য করে শট নিয়েছিলেন বিষ্ণু। ইস্টবেঙ্গলের জার্সিতে এটাই তাঁর প্রথম গোল। আইএসএল ইতিহাসে ইস্টবেঙ্গলের দ্রুততম গোল।
ম্যাচের এগিয়ে যাওয়ার পরেও পয়েন্ট নষ্ট ইস্টবেঙ্গল আগেও করেছিল, আজকেও করল। বিরতির আগেই স্কোরলাইন হল ১-২। দিয়েগো পেনাল্টি থেকে সমতায় ফেরান ওড়িশা এফসিকে। বিরতির পর রেবেল্লো ওড়িশা এফসির পক্ষে স্কোরলাইন করেন ২-১।
HUMBLED AT HOME. We extend our lead at the 🔝#OdishaFC #AmaTeamAmaGame #KalingaWarriors | #ISL #ISL10 #LetsFootball #OFCEBFC pic.twitter.com/bC3UeYLGoA
— Odisha FC (@OdishaFC) February 29, 2024