জামশেদপুরকে হারিয়ে জয়ের ধারা বজায়ের লড়াই লাল-হলুদের, নজরে একাদশ

মরসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। ডুরান্ড কাপের পর ইন্ডিয়ান সুপার লিগে ও ধাক্কা খেতে হয়েছিল ময়দানের এই প্রধান দলকে। পরাজিত…

East Bengal Eyes Victory Streak with Jamshedpur Clash: Spotlight on Starting XI

মরসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। ডুরান্ড কাপের পর ইন্ডিয়ান সুপার লিগে ও ধাক্কা খেতে হয়েছিল ময়দানের এই প্রধান দলকে। পরাজিত হতে হয়েছিল টানা ছয়টি ম্যাচ। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে সময় এগোনোর সাথে সাথেই নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করে লাল-হলুদ ব্রিগেড। কুয়াদ্রাত জামানার অবসান ঘটিয়ে অস্কার ব্রুজনের দায়িত্ব গ্রহণের পর থেকেই বদলাতে থাকে পরিস্থিতি। গত ডার্বি ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে আটকানোর পর টানা দুইটি ম্যাচে আসে জয়‌।

মাঝে ধাক্কা খেতে হলেও গত ম্যাচেই তাঁরা পরাজিত করে শক্তিশালী পাঞ্জাব এফসিকে। সেই ধারা বজায় রেখেই শনিবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পরবর্তী হোম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। যেখানে তাঁদের লড়াই করতে হবে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির সঙ্গে। গত ম্যাচের পর এই ম্যাচে ও জয় পেতে চাইবেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। সেইমতো নিজের একাদশ সাজিয়েছেন অস্কার ব্রুজন‌‌‌। সেই অনুযায়ী আজ ও দলের তিন কাঠির দায়িত্বে থাকছেন প্রভসুখান সিং গিল।

   

পাশাপাশি দলের রক্ষণভাগের দায়িত্বে থাকছেন যথাক্রমে মহম্মদ রাওকিপ, হেক্টর ইউস্তে, হিজাজি মাহের এবং লালচুংনুঙ্গা। মাঝমাঠের দায়িত্বে থাকছেন থাকছেন নন্দকুমার সেকার, আনোয়ার আলি, সৌভিক চক্রবর্তী এবং পিভি বিষ্ণু। সেইসাথে আপফ্রন্টে থাকছেন ক্লেটন সিলভা এবং দিমিত্রিওস ডায়মান্তাকস। প্রভাত লাকরা থেকে শুরু করে ডেভিড লালহানসাঙ্গা এবং নিশু কুমারের মতো ফুটবলাররা রিজার্ভে থাকলেও প্রয়োজন অনুযায়ী তাঁদের মাঠে নামাতে পারেন কোচ।