Kalinga Super Cup: সুপার কাপে জোর, মহেশ-মন্দারকেও তৈরি রাখছে ইস্টবেঙ্গল

Naorem Mahesh Singh and Mandar Rao Desai

Advertisements

সুপার কাপের (Kalinga Super Cup 2024) শুরুটা ভালো করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথম ম্যাচে ৩ গোল, এসেছে জয়। ইস্টবেঙ্গলের এবার যা স্কোয়াড তাতে ধারাবাহিকভাবে খেললে সুপার কাপ জেতা অসম্ভব না। তাই দলের আরও দুই ফুটবলারকে তৈরি রাখছে ইস্টবেঙ্গল।

   

শুক্রবার সন্ধ্যায় পাওয়া আপডেট অনুযায়ী, সুপার কাপের জন্য আরও দুই ফুটবলারকে নথিভুক্ত করে রাখছে ইস্টবেঙ্গল। একজন নাওরেম মহেশ সিং, অন্যজন মন্দার রাও দেশাই। এই দুই ফুটবলার মাঠে থাকলে ইস্টবেঙ্গলের দিকে পাল্লা অনেকটাই ভারী থাকতে পারে।

Advertisements

আই লীগ ও ইন্ডিয়ান সুপার লীগের দলের মিশেলে বিভিন্ন দলের ভাগ করে খেলা হচ্ছে সুপার কাপ। আই লীগের দলগুলোর তুলনায় খাতায় কলমে ইন্ডিয়ান সুপার লীগের বেশিভাগ দল বেশি শক্তিশালী। সেই সঙ্গে এখন আন্তর্জাতিক টুর্নামেন্টের সময়। জাতীয় দলের হয়ে খেলার জন্য অনেকেই এখন কাতারে। কোনো কোনো দলে রয়েছে চোট সমস্যা। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে স্কোয়াডে কিছু বদল দেখা যেতে পারে। জল্পনা সত্যি বলে লাল হলুদ শিবিরেও নতুন মুখ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইন্ডিয়ান সুপার লীগ সহ দেশের বিভিন্ন প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল শুরুটা ভালো করেছিল। সুপার কাপেও ভালো শুরু হয়েছে। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। মাঝে বিরতি থাকলেও কোচ Carles Cuadrat নিজের কাজ লাগাতার করে চলেছেন। নজর রাখছেন অন্য দলের খেলার দিকে। চোখ রাখছেন ইস্টবেঙ্গল সমর্থকরাও।