কিছুদিন আগেই নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। আগামী দুই বছরের চুক্তিতে লাল-হলুদের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে। একটা সময় তার হাত ধরেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু এফসি। এমনকি সুনীল ছেত্রীদের ফেডারেশন কাপ জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বার্সেলোনার এই যুব দলের তারকা।
এবার তার হাত ধরেই সাফল্যের সরনীতে ফিরতে চাইছে মশাল ব্রিগেড। সেজন্য কোচ চূড়ান্ত করার পাশাপাশি দল গঠনের কাজ ও শুরু করে দিয়েছে লাল-হলুদ কর্তারা। বিশেষ সূত্র মারফত খবর, নতুন কোচের নাম ঘোষণার বহু আগেই নাকি ওডিশা ও চেন্নাইনের একাধিক খেলোয়াড়দের সাথে কথাবার্তা চূড়ান্ত করেছে দল। তবে পুরোনো ক্লাবের সঙ্গে তাদের চুক্তি শেষ না হওয়া পর্যন্ত এখন নাকি তা সরকারিভাবে জানাতে পারছে না ইস্টবেঙ্গল। তবে আগামী কয়েকদিনের মধ্যেই নাকি তা ঘোষণা করা হবে ক্লাবের তরফে।
পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক হরমনজোত সিং খাবরাকে ও নাকি বিশেষ অফার করা হয়েছে ইমামি ম্যানেজমেন্টের তরফ থেকে। অবাক লাগলেও এটাই সত্যি। বলাবাহুল্য, একটা সময় কলকাতার এই প্রধানের জার্সিতে নিজের সেরা সময় কাটিয়েছিলেন খাবরা। গত ২০০৯ সাল থেকে শুরু করে ২০১৩ , ২০১৪ মরশুমে ও এই ইস্টবেঙ্গলের হয়ে নিজের সেরাটা দিয়েছিলেন তিনি। অধিনায়ক থাকার পাশাপাশি দলের সমস্ত সভ্য সমর্থকদের নয়নের মনি ও ছিলেন খাবরা।
পরবর্তী সময়ে হিরো ইন্ডিয়ান সুপার লিগ খেলতে লাল-হলুদ ছেড়ে চলে যান বেঙ্গালুরু এফসিতে। পরবর্তী সময় আরো একাধিক দলে খেলেন তিনি। তবে গত মরশুমে ইভান ভুকোমানোভিচের কেরালার হয়ে খেলেছিলেন খাবরা। দলের হয়ে মোট ৭টি ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। এবার তাকেই নাকি দলে ফেরাতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। উল্লেখ্য,এই চলতি মাসের একেবারে শেষের দিকেই নাকি কেরালার সঙ্গে চুক্তি শেষ হবে এই ভারতীয় রাইট ব্যাকের। সেই সুযোগ কাজে লাগিয়ে এবার তাকে দলে টানতে মরিয়া মশাল ব্রিগেড।