HomeSports NewsEast Bengal: ‘মশালবাহিনী’র দুই দল খেলতে পারে আন্তর্জাতিক টুর্নামেন্ট

East Bengal: ‘মশালবাহিনী’র দুই দল খেলতে পারে আন্তর্জাতিক টুর্নামেন্ট

- Advertisement -

ইস্টবেঙ্গলের (East Bengal) সামনে একাধিক ট্রফি জয়ের হাতছানি। ক্লাবের দু’টি দল আগামী দিনে খেলতে পারে আন্তর্জাতিক টুর্নামেন্ট (International Tournaments)। দু’টি দল মানে সিনিয়র ও জুনিয়র টিম।

চলতি মরসুমে ইস্টবেঙ্গল বেশ সাড়া ফেলেছে। সিনিয়র দলের পাশাপাশি লাল হলুদের জুনিয়র দলও ট্রফি জয়ের দাবিদার হয়ে উঠেছে। গতকাল আরএফডিএল-এর ম্যাচে ২-০ গোলে জয়লাভ করেছে ইস্টবেঙ্গল। যার সুবাদে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার যোগ্যতা করেছে লাল হলুদ ব্রিগেড।

   

গতবার আরএফডিএল-এর সেরা চারটি গোল খেলেছিল নেক্সট জেন কাপে। নেক্সট জেন কাপে খেলেছিল চারটি ভারতীয় দল ও চারটি বিদেশি দল। ভারতীয় দলের মধ্যে ছিল- মোহনবাগান সুপার জায়ান্ট, বেঙ্গালুরু, আরএফওয়াইসি ও সুদেভা দিল্লি। মোহনবাগান সুপার জায়ান্ট আঞ্চলিক পর্বের বাধা অতিক্রম করলেও জাতীয় স্তরে এসে আটকে গিয়েছে।

বাগানে শেষ হয়েছে এবারের আরএফডিএল সেমিফাইনাল খেলার আশা। ইস্টবেঙ্গলের জুনিয়র দলের দলের সামনে চলে আসতে পারে বিদেশি ক্লাবের বিরুদ্ধে খেলার সুযোগ। গতবার ইংল্যান্ডের এভারটন, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, উলভস ও দক্ষিণ আফ্রিকার স্টেলেনবস এফসির যুব দল অংশ নিয়েছিল টুর্নামেন্টে।

ইস্টবেঙ্গলের সিনিয়র দল জিতেছে কলিঙ্গ সুপার কাপ। দীর্ঘ দিনের ট্রফি খরা কেটেছে ক্লাবে। সেই সঙ্গে এসে গিয়েছে এশিয়ান ক্লাবের বিরুদ্ধে খেলার সুযোগ। ফের আন্তর্জাতিক স্তরে খেলতে চলেছে লাল হলুদ ব্রিগেড।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular