East Bengal: দেশের সেরা ৩ ট্রফি জয়ী ফুটবলারকে দলে নেওয়ার পথে ইস্টবেঙ্গল!

Princeton Rebello

আগামী মরসুমে আন্তর্জাতিক ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল (East Bengal)। আরও ভালো করতে হবে পারফরম্যান্স। ইস্টবেঙ্গল একাধিক নতুন ফুটবলারকে সই করাবে বলে আশা করা হচ্ছে।

Advertisements

নতুন মরসুমের জন্য একাধিক নতুন বিদেশি ফুটবলারের পাশাপাশি একাধিক নতুন ভারতীয় ফুটবলারকে সই করাতে পারে ইস্টবেঙ্গল। জল্পনা অনুযায়ী, লাল হলুদ শিবিরে যোগ দিতে পারেন দেশের সেরা তিন ট্রফি জয় করা এক ভারতের এক উঠতি ফুটবলার।

   

জল্পনা চলছে প্রিন্সটন রেবেলোকে (Princeton Rebello) কেন্দ্র করে। ২৫ বছর বয়সী এই ফুটবলার ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। ২০১৯ ইন্ডিয়ান সুপার লিগ, ২০২১ ডুরান্ড কাপ, ২০২৩ সুপার কাপ জিতেছেন প্রিন্সটন রেবেলো। এছাড়াও ২০১৮-১১৯ মরসুমে তিনি জিতেছেন গোয়া প্রোফেশনাল লিগ।

Advertisements

মাঝমাঠ ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন প্রিন্সটন। তিনি ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন এমন সম্ভাবনার কথা আগেও শোনা গিয়েছিল। ২০২২-এ শোনা গিয়েছিল, তরুণ এই মিডফিল্ডারের সঙ্গে প্রাথমিক কথা বলেছেন ইস্টবেঙ্গল কর্তারা। জল্পনা সত্যি করে সে’বার লাল হলুদ শিবিরে যোগ দেননি তিনি। এবার মশাল বাহিনীর সঙ্গে যুক্ত হন কি না এখন সেটাই দেখার বিষয়।

২০১৭ থেকে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবের সঙ্গে যুক্ত প্রিন্সটন রেবেলো। ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত যুক্ত ছিলেন এফসি গোয়ার সঙ্গে। মাঝে এক মরসুমে লোনে খেলেছিলেন ইন্ডিয়ান অ্যারোজের হয়ে। এফসি গোয়া ছাড়ার পর সই করেছিলেন ওড়িশা এফসিতে। ইস্টবেঙ্গলে যোগ দিলে ফ্রি ফুটবলার হিসেবে যোগ দিতে পারেন।