Transfer Window: গত মাসের মাঝামাঝি সময় দলের নতুন কোচের নাম ঘোষণা করে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) শিবির। সেই অনুযায়ী আগামী দুই বছরের জন্য দলের দায়িত্ব পেয়েছেন বেঙ্গালুরু এফসির আইএসএল জয়ী কোচ কার্লোস কুয়াদ্রাত।
গত তিনবছর রবি ফাউলার থেকে শুরু করে মানলো দিয়াজ এমনকি ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে ও দেওয়া হয়েছে দলের দায়িত্ব। তবে সকলেই ব্যর্থ থেকেছেন মরশুম জুড়ে। তাই এবার টুর্নামেন্টের এই সফল স্প্যানিশ কোচের হাতে দলের দায়িত্ব দিয়ে সাফল্যের সরনীতে ফিরতে চাইছে ইস্টবেঙ্গল। তবে শুধুমাত্র কোচ নির্বাচন করাই নয়। দল গঠনের কাজ ও ব্যাপকভাবে শুরু করেছে লাল-হলুদ শিবির।
বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে কোচের সংকেতের বিষয়ে অপেক্ষা করা হলেও দেশীয় ব্রিগেড গঠনের ক্ষেত্রে অনেক আগে থেকেই সক্রিয় হয়ে উঠেছে ইমামি ম্যানেজমেন্ট। সুপার কাপ চলাকালীনই নাকি ওডিশা এফসির তারকা ফুটবলার নন্দকুমার শেখরের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছে দল। তারপর কেরালা ব্লাস্টার্সের তারকা ফুটবলার তথা লাল-হলুদের প্রাক্তন অধিনায়ক হরমনজোত সিং খাবরার সঙ্গে ও কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে যায় ইমামি ম্যানেজমেন্ট। এছাড়াও চেন্নাইন এফসির তরুন ফরোয়ার্ড রহিম আলির আসার সম্ভাবনা ও অনেকটাই বেশি। এবার এফসি গোয়ার ভরসাযোগ্য এক মিডফিল্ডাকে নজরে রেখেছে ইস্টবেঙ্গল।
তিনি লেনি রড্রিগেজ। শোনা যাচ্ছে আগামী মরশুমের জন্য নাকি তাকেই চূড়ান্ত করতে চলেছে দল। গত মরশুমে তিনি এফসি গোয়ার হয়ে খেললেও আগের রেকর্ড ও খুব একটা খারাপ নয়। পূর্বে চার্চিল ব্রাদার্স থেকে শুরু করে পাঁচবারের আইলিগ জয়ী দল ডেম্পো স্পোর্টস ক্লাবে ও খেলেছেন তিনি। পাশাপাশি পুনে সিটির হয়ে আইএসএল শুরু করলেও পরবর্তীতে বেঙ্গালুরু এফসি এমনকি মোহনবাগানে ও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। একইরকম ভাবে সাফল্যের ঝুলি ও পরিপূর্ণ তার। হিরো ইন্ডিয়ান সুপার লিগ থেকে শুরু করে আইলিগ, ফেডারেশন কাপ, সুপারকাপ এমনকি জাতীয় দলের জার্সি গায়ে নেহেরু কাপ জেতার রেকর্ড ও রয়েছে তার। এবার তাকেই নিতে চায় লাল-হলুদ।