সময় যতো এগোচ্ছে ট্রান্সফার মার্কেটে রীতিমতো ঝড় তুলতে শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) শিবির। গত মরশুমের ব্যর্থতা ভুলে এবার নিজেদের মেলে ধরতে মরিয়া সকলে। সেইমতো দলের আক্রমণ ভাগ কে শক্তিশালী করতে দিনকয়েক আগে হায়দরাবাদ এফসির অন্যতম তারকা জাভির সিভেরিওকে সই করানোর কথা শোনা গিয়েছিল ক্লাবের অন্দর থেকে।
তবে এবার নাকি বেঙ্গালুরু এফসির এক দেশীয় ফরোয়ার্ডকে নিতে চাইছে লাল-হলুদ ব্রিগেড। তিনি হরমনপ্রীত সিং। গত মরশুমে সুনীল ছেত্রীদের সাথে আইএসএল দলে থাকলেও মাত্র একটামাত্র ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।
এবার নাকি তাকেই দলে টানতে চাইছে মশাল ব্রিগেড। সুনীল ছেত্রীদের সাথে স্কোয়াডে থাকার পাশাপাশি বেঙ্গালুরুর ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের দলেও সুযোগ পেয়েছিলেন বছর একুশের এই তরুণ। তবে গোল করার কোনো সুযোগ আসেনি তার কাছে। এবার প্রায় ৪০ লক্ষ টাকার বিনিময়ে এই তারকা ফুটবলার কে দলে আনতে চাইছে লাল-হলুদ ব্রিগেড। তাছাড়া শুধুমাত্র স্ট্রাইকার হিসেবেই নয়, রাইট উইঙ্গার হিসেবে ও নিজেকে মেলে ধরতে পারেন তিনি। সেজন্য, আগামী মরশুমে দল সাজাতে কার্লোস কুয়াদ্রাতের যে খুব একটা অসুবিধা হওয়ার নয় তা কিন্তু বলাই চলে।
উল্লেখ্য, বেঙ্গালুরু এফসিতে আসার আগে ইন্ডিয়ান অ্যারোজের হয়েও খেলতে দেখা গিয়েছিল হরমনপ্রীতকে। পরবর্তীতে শ্রীসিমেন্ট থাকাকালীন লাল-হলুদে আসলেও বছর ঘুরতেই দল ছাড়তে হয় তাকে। তবে এবার ফের আগামী মরশুমের জন্য এই ফুটবলার কে দলে চাইছে ইস্টবেঙ্গল। পূর্বেই ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি বাড়িয়েছিল ক্লাব। এবার এই দেশীয় তরুণ দলে আসলে আক্রমণভাগে যথেষ্ট শক্তি পাবে কুয়াদ্রাতের দল।