এবারের হিরো ইন্ডিয়ান সুপার লিগে পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই নিজেদের যাত্রা শেষ করেছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। এমনকি সুপার কাপে ও খুব একটা আহামরি পারফরম্যান্স থাকেনি তাদের। তবে সেইসব এখন অতীত।
গত মাসের শেষে নতুন কোচ কে দায়িত্ব দেওয়ার পর থেকে এবার নতুন করে সমস্ত কিছু শুরু করাই চ্যালেঞ্জ কলকাতার এই প্রধানের। সেইসাথে আগামী ফুটবল মরশুমে ভালো রেজাল্ট করার লক্ষ্যে খুব তাড়াতাড়ি প্রি-সিজেন শুরু করতে চান তারা। এরপর থেকেই শুরু হয়ে যায় দল গঠনের অধ্যায়।
বিদেশি ফুটবলার সই করানোর ক্ষেত্রে ম্যানেজমেন্টের তরফে কিছুটা ধীরে চলো নীতি প্রয়োগ করা হলেও দেশীয় ব্রিগেড কে শক্তিশালী করতে অনেক আগে থেকেই খেলোয়াড় বাছাই শুরু করে দেয় লাল-হলুদ শিবির। শোনা যায়, আগামী মরশুমের জন্য নাকি দলে অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছেন ওডিশা এফসির তারকা ফুটবলার নন্দকুমার শেখর।
এছাড়াও চেন্নাইন এফসি কে বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দেওয়ার পাশাপাশি সোয়াপ ডিল করে লাল-হলুদে আনা হতে পারে তরুণ ফরোয়ার্ড রহিম আলি কে। পাশাপাশি কেরালা ব্লাস্টার্স থেকে ফিরিয়ে আনা হতে পারে বহু যুদ্ধের নায়ক হরমনজোত সিং খাবরা কে। একটা সময় যার হাত ধরে একেরপর এক ডার্বি জিতেছে লাল-হলুদ ব্রিগেড। আগামী মরশুমের জন্য হয়ত তিনি আসতে পারেন তার পুরোনো ক্লাবে। যদিও এখনো পর্যন্ত সরকারি কোনো কিছুই জানানো হয়নি ইস্টবেঙ্গল ক্লাবের তরফে।
তবে এবার শোনা যাচ্ছে, হায়দরাবাদ এফসির তারকা মিডফিল্ডার মহম্মদ ইয়াসিরকে নাকি দলে টানতে চায় ইস্টবেঙ্গল। সেইমতো এবার নাকি তাকে চুক্তিপত্র পাঠিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, গত আইএসএলে ব্যাপক দাপটের সাথে খেলেছেন এই তারকা ফুটবলার। মোট ২০ টি ম্যাচ খেলে ৩টি গোল ও ৪টি অ্যাসিস্ট ছিল বছর পঁচিশের এই মিডফিল্ডারের।
তবে শুধু ইস্টবেঙ্গল নয়। একটা সময় তাকে টার্গেট করে এগোতে শুরু করেছিল এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। তার সাথে একপ্রস্থ কথাবার্তা ও নাকি বলা হয়েছিল তাদের তরফে। তবে শেষপর্যন্ত মহম্মদ ইয়াসিরের স্থানে মনবীর সিং কেই বেশি প্রাধান্য দেন ফেরেন্দো। যারফলে, আর তার প্রতি আগ্ৰহ দেখায়নি সবুজ-মেরুন। তবে শেষ পর্যন্ত আদৌ তিনি ইস্টবেঙ্গল ক্লাবে সই করেন কিনা এখন সেটাই দেখার।