East Bengal : বোরহাকে সই করাতে মরিয়া লাল-হলুদ, কাঁটা সেই ইভান

আসন্ন আইএসএল মরশুমের কথা মাথায় রেখে নয়া বিদেশি ডিফেন্ডার খোঁজার কাজ অনেক আগেই শুরু করে দিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal )।

Borja Granero

আসন্ন আইএসএল (ISL) মরশুমের কথা মাথায় রেখে নয়া বিদেশি ডিফেন্ডার খোঁজার কাজ অনেক আগেই শুরু করে দিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal )। প্রথম দিকে অজি তারকা জেমস দোনাচির সঙ্গে কথাবার্তা শুরু হলেও পরবর্তীকালে না করে দেন এই তারকা ফুটবলার। যারফলে ফের নতুন করে খেলোয়াড় খুঁজতে শুরু করে ম্যানেজমেন্ট।

এবার তাদের নজরে আসে স্প্যানিশ ডিফেন্ডার বোরহা গ্রানেরো। গত বছর দলের হয়ে খেলা ইভান গঞ্জালেস এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল দলে থেকে গেলেও তার বদলে ভালো স্টপার আনাই অন্যতম লক্ষ্য ছিল দলের। যারফলে, সময় এগোনোর সাথে সাথে তার সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে শুরু করে ইমামি ম্যানেজমেন্ট। কিন্তু সেখানেও দেখা দেয় সমস্যা। বোরহা দলে নেওয়ার আগ্ৰহ থাকলেও বাঁধা হয়ে দাঁড়ায় ইভান গঞ্জালেসের দলে থাকা। কিন্তু কেন?

আসলে এই নয়া মরশুমের কথা মাথায় রেখে বোরহা হেরেরা থেকে শুরু করে, সাউল ক্রেসপো ও জাভিয়ের সিভেরিও’র মতো ফুটবলারদের কে দলে যুক্ত করা হয়েছে। সেইসাথে গত মরশুমে খেলে যাওয়া ফুটবলার ক্লেটন সিলভার সঙ্গে ও বাড়ানো হয়েছে চুক্তি। তবে সমস্যা হল বাছাই করা পাঁচ বিদেশির মধ্যে একজন ও এশীয় কোটার ফুটবলার না বোরহা কে নিতে গেলে দল থেকে বিদায় জানাতে হবে ইভান গঞ্জালেস কে। যতদূর জানা গিয়েছে, শুধুমাত্র স্টপার হিসেবেই নয়, দলের প্রয়োজনে ডিফেন্সিভ মিডো হিসেবে ও উঠে আসতে পারেন এই স্প্যানিশ ফুটবলার।

তাই এমন ভার্সেটাইল ফুটবলার কেই দলে পেতে চাইছেন কোচ কার্লোস কুয়াদ্রাত। তবে এখনি কোনো কিছু জানানো হয়নি ম্যানেজমেন্টের তরফ থেকে। আসলে ইভান কে রিলিজ করতে হয়ে আগত গোটা মরশুমের পারিশ্রমিক দিয়েই ছাড়তে হবে তাকে। যারফলে, ফের টাকার সমস্যা দেখা দেবে দলের ফুটবলার সই করানোর ক্ষেত্রে। যারফলে, সমস্ত কিছু নতূন করে ভাবতে হচ্ছে লগ্নিকারী সংস্থার সদস্যদের।

তবে এই স্প্যানিশ ডিফেন্ডারের উপর অনেকটাই ভরসা করছেন কুয়াদ্রাত। একটা সময় ভ্যালেন্সিয়ার যুব দল থেকে উঠে এসেছিলেন তিনি। পরবর্তীতে রেসিং সান্তানা ও এক্সট্রিমাদুরার মতো ক্লাবে ও খেলেছেন তিনি। এমনকি শেষ তিনটি ফুটবল মরশুম স্পেনের অন্যতম জনপ্রিয় ক্লাব ডিপোর্টিভোর জার্সিতে খেলেছেন। বলতে গেলে নিজের ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটিয়ে দিয়েছেন স্পেনের ক্লাবেই। সবকিছু ঠিকঠাক থাকলে প্রথমবার ভারতে আসতে পারেন এই তারকা।