East Bengal : ইমামি প্রসঙ্গে সামনের সপ্তাহে ছবিটা আরও স্পষ্ট হতে পারে

East Bengal FC

অপেক্ষার হয়তো আর এক সপ্তাহ। দিন কয়েক পরেই অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। ক্লাবের সঙ্গে ইমামির আগামী দিনগুলো কেমন হতে পারে তার আভাস মিলতে পারে শীঘ্রই।

Advertisements

মনে করা হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবে আজ হয়তো এসে পৌঁছবে চুক্তির খসড়া। কিন্তু শনিবার রাত পর্যন্ত সূত্রের খবর, তাঁবুতে এসে পৌঁছয়নি চুক্তির কোনও খসড়া। 

গত দুই একদিনে ইস্টবেঙ্গল এবং ইমামি সংক্রান্ত আলোচনা জোর পেয়েছিল সামাজিক মাধ্যমে। মনে করা হয়েছিল ক্লাবে আজ খসড়া পাঠানো হতে পারে।

দুই তরফে অবস্থান ঠিক কী সে ব্যাপারে জানতে খোঁজ নেওয়া হয়েছিল সংবাদ মাধ্যমের তরফে। যোগাযোগ করা হয়েছিল কোম্পানির সঙ্গে। জানা গিয়েছে, আইনজীবীরা বিষয়টা এখনও দিয়েছেন। আগামী সপ্তাহে ছবিটা অনেক স্পষ্ট হতে পারে। কোম্পানির কর্তারা আশাবাদী এবং ক্লাবের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে বলেই মনে করছেন। মোটামুটি ইতিবাচক মনোভাব দেখিয়েছে ইমামি। আসন্ন দিন কয়েকের মধ্যেই ক্লাব সমর্থক বা উৎসাহীরা বিষয়টা অনুধাবন করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

Advertisements

ক্লাব এবং কোম্পানির মধ্যে কবে চূড়ান্ত সই হবে সে দিকে তাকিয়ে রয়েছেন আপামর লাল হলুদ জনতা। কারণ ট্রান্সফার ব্যান, দল গঠন ইত্যাদি বিষয়গুলো ঠিক করা এখনও বাকি রয়েছে। দুই পক্ষের মধ্যে বোঝাপড়া না হওয়া পর্যন্ত সেই কাজগুলো সম্ভব নয়। 

ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে ভারতের অন্যান্য দলগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে। মাঝেমধ্যেই পাওয়া যাচ্ছে ফুটবলার সই করানোর খবর। সেখানে ইস্টবেঙ্গল ক্লাব এখন অনেকটাই চুপচাপ। গত বছরগুলোর তুলনায় ভালো ফল করতে হলে ভালো দল গড়তে হবে। কর্তারা সেই কাজটা কতোটা পারবেন সে বিষয়ে আশঙ্কা রয়েছে সমর্থকদের মধ্যে।