
এখনও সই হয়নি। দল গঠন তো পরের কথা। সই যদি হয়েও যায়, তাহলেও প্রশ্ন, দল গঠনে মুখ্য ভূমিকায় কারা থাকবে। ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব নাকি ইমামি (Emami) গোষ্ঠী?
ইস্টবেঙ্গল ক্লাবের অন্দরে যথারীতি ডামাডোল পরিস্থিতি। আর সেই অনিশ্চয়তার রেশ ধরে ভেসে আসছে একের পর এক জল্পনা। এবার এই রিপোর্টে দাবি করা হয়েছে, দল গঠনের বিষয়টি নাকি ইস্টবেঙ্গল ক্লাবের হাতেই নেই!
আগেরবারের মরসুম শেষ হতে না হতেই দল গঠনের কাজে নেমে পড়েছিলেন লাল হলুদ কর্তারা। ইতিমধ্যে বেশ কয়েকজন প্রতিভাধর খেলোয়াড়কে তাঁরা নিশ্চিত করেছেন। ইন্ডিয়ান সুপার লিগে খেলা কয়েকজন তারকাকেও রাজি করাতে পেরেছেন কর্তারা। কিন্তু তারপর? প্রতিযোগিতায় ভালো ফল করার জন্য দরকার আরও মজবুত স্কোয়াড।
আগামী মরসুমে একাধিক টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ক্লাবের খেলার পরিকল্পনা রয়েছে। দীর্ঘ মরসুমের জন্য দলের মিশ্রণ হওয়া প্রয়োজন। দল গঠন নিয়েই এবার প্রশ্ন উঠেছে। গতকালের বৈঠকে এ ব্যাপারে নাকি ইস্টবেঙ্গল কর্তারাই “মনে করিয়ে দিয়েছেন”।
বিনিয়োগাকারীর সঙ্গে মতানৈক্যর ফলে ক্লাবে ইতিমধ্যে সমস্যার মধ্যে রয়েছে। ট্রান্সফার ব্যান এখনও ওঠেনি। এর আগেও ইনভেস্টর নিশ্চিত হওয়ার আগে ফুটবলারদের নিশ্চিত করার নজির লাল ক্লাবে রয়েছে। আবারও কি সেই একই সমস্যা দেখা দিতে পারে? আশংকার মেঘ কাটতে চাইছে না।










