ফের বিস্ফোরণে কেঁপে উঠল ভাটপাড়া

ফের বিস্ফোরণে কেঁপে উঠল ভাটপাড়া। শুক্রবার ভরদুপুরে নয়াবাজার এলাকায় ঘটে বিস্ফোরণ। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে ৫০ ফুট দূরে গিয়ে পড়ে…

ফের বিস্ফোরণে কেঁপে উঠল ভাটপাড়া। শুক্রবার ভরদুপুরে নয়াবাজার এলাকায় ঘটে বিস্ফোরণ। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে ৫০ ফুট দূরে গিয়ে পড়ে শাটারটি। বিস্ফোরণে শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় আহত হয়েছেন দুই জন। আহতদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলের পাশেই ছিল একটি মসজিদ। দুপুরে নামাজ পড়ার সময়েই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে পাশে দোকানের দেওয়াল ভেঙে পড়ে যায়। ঘটনায় আহত হন দুই ব্যক্তি। মহম্মদ কালামুদ্দিন নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। স্থানীয়দের তরফে জানানো হয়েছে, বন্ধ দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটেছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি।
গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ? নাকি অন্য কোনও কারণে এত জোরালো বিস্ফোরণ হয়েছে? তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার দোকানে বিস্ফোরণের কারণ কী? তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

কিছুদিন আগেই ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বোমাবাজির ঘটনা ঘটে। ঘটনায় জখম হয় একটি গবাদি পশু। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একটি বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।