East Bengal: ইস্টবেঙ্গলের সঙ্গে কাজ করতে আগ্রহী অস্ট্রেলিয়ার নামী ক্লাব

    বড় খবর পেতে পারেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। অস্ট্রেলিয়ার প্রথম ডিভিশনের একটি নামী ক্লাব লাল হলুদ ব্রিগেডের সঙ্গে কাজ করার ব্যাপারে আত্মপ্রকাশ করেছে। সোশ্যাল…

Western United jersey

short-samachar

   

বড় খবর পেতে পারেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। অস্ট্রেলিয়ার প্রথম ডিভিশনের একটি নামী ক্লাব লাল হলুদ ব্রিগেডের সঙ্গে কাজ করার ব্যাপারে আত্মপ্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় ভারতের এই ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে হাত মেলানোর ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে অস্ট্রেলিয়ার পেশাদার ফুটবল ক্লাব।

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্স ইউনাইটেড এফসি ইস্টবেঙ্গলের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। একটি ছবি পোস্ট করে অজি ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তারনেইতে ইস্টবেঙ্গল এফসিকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। নতুন বন্ধুর কাছ থেকে আমরা একটি ফ্ল্যাগ উপহার হিসেবে পেয়েছি। আমাদের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ওয়েস্টার্স ইউনাইটেড এফসির জার্সি। আমরা এক সঙ্গে কাজ করা এবং ভবিষ্যতে নিজ নিজ ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় উপায় অন্বেষণ করার ব্যাপারে উৎসাহী।’

চলতি মরসুমে কলিঙ্গ সুপার কাজ জিতেছে ইস্টবেঙ্গল এফসি। সেই সুবাদে আন্তর্জাতিক ফুটবলে ফের অংশ নিতে চলেছে লাল হলুদ ব্রিগেড। ক্লাবের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, আসন্ন মরসুমে অর্থ সমস্যার কারণ হবে না। ক্লাব ও বিনিয়োগকারী কোম্পানি ইমামি ভালো সম্পর্ক বজায় রেখে কাজ করছেন বলে জানিয়েছিলেন ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রত।

ইতিমধ্যে আগামী দিনের কথা ভেবে দল গঠন করার কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। নতুন মরসুমে দলের সঙ্গে যুক্ত হতে পারে নতুন বিদেশি ফুটবলার। ফুটবলে এগিয়ে থাকা দেশের ফুটবল দলের সঙ্গে হাত মেলালে লাল হলুদ ব্রিগেড লাভবান হতে পারে। একইভাবে ভারতীয় ফুটবল সম্পর্কে আরও জানতে পারবেন অস্ট্রেলিয়ার ওয়েস্টার্স ইউনাইটেড এফসি।