East Bengal: কুলদাকান্ত শিল্ডে দাপুটে জয় লাল-হলুদের, চারটি গোল জেসিনের

কুলদাকান্ত শিল্ডে (Kuldakant Shield) এবার বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ রায়গঞ্জে অনুষ্ঠিত কুলদাকান্ত শিল্ডের…

কুলদাকান্ত শিল্ডে (Kuldakant Shield) এবার বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ রায়গঞ্জে অনুষ্ঠিত কুলদাকান্ত শিল্ডের প্রথম ম্যাচ খেলতে রায়গঞ্জ টাউন ক্লাবের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নেমেছিল মশাল ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে ৭-১ গোলে জয় ছিনিয়ে নেয় কলকাতা ময়দানের এই প্রধান।

দলের হয়ে গোল পান তরুণ তারকা জেসিন টিকে, সঞ্জীব ঘোষ, শ্যামল বেসরা। যা দেখে খুশি সকলেই। আজকের এই ম্যাচে চারটি গোল পান জেসিন টিকে। পাশাপাশি দুটি গোল পান সঞ্জীব ঘোষ। এবং একটি গোল পান শ্যামল বেসরা। অন্যদিকে, রায়গঞ্জ দলের তরফ থেকে একটি গোল আসলেও তা দিয়ে খুব একটা প্যাচে ফেলা যায়নি লাল-হলুদ ব্রিগেডকে।

   

যারফলে, এবারের এই ঐতিহ্যবাহী ফুটবল শিল্ড জয়ের অনেকটাই কাছে চলে আসল ময়দানের এই প্রধান। এখন দলের চূড়ান্ত সাফল্য দেখার অপেক্ষায় সকলে। বলাবাহুল্য, চলতি মরশুমের শুরুটা ভালো হলেও শেষ রক্ষা হয়নি। ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে পরাজিত হওয়ার দরুণ প্রিমিয়ার ডিভিশন লিগ থেকে ছিটকে যেতে হয়েছে তাদের। এছাড়াও পরবর্তীতে আরেক ফুটবল টুর্নামেন্টে ও খুব একটা সফল হতে পারেনি এই দল। যার দরুণ প্রবল হতাশা দেখা দিয়েছিল সকলের মধ্যে। তাই এই ফুটবল টুর্নামেন্ট জিতে দলকে ছন্দে ফেরাতে মরিয়া সকলে। সেইমতো গত কয়েকদিন আগে এই টুর্নামেন্ট খেলার জন্য রায়গঞ্জ পৌঁছে মাত্র কিছুটা সময় বিশ্রাম নিয়েই অনুশীলনে নেমে পড়েছিল দল।

এক কথায় বলতে গেলে, শুরু থেকেই এই শিল্ড যথেষ্ট গুরুত্ব পেয়েছে লাল-হলুদের কাছে। পূর্বে ময়দানের আরও দুই প্রধান তথা মহামেডান ও মোহনবাগান ও খেলেছে এই টুর্নামেন্ট। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ইস্টবেঙ্গল। তবে শুধু যুক্ত হওয়াই নয়, শিল্ড জিততে ও মরিয়া মশাল বাহিনী।