গতকাল ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের ঘরের মাঠে ওডিশার মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। নির্ধারিত সময়ের শেষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল দুই দলকে। তবে ওডিশা এফসি দেশের এই প্রথম ডিভিশন লিগে অন্যতম হেভিওয়েট দল হলেও গতকাল তাদের একেবারে নাস্তানাবুদ করার মতো অবস্থা তৈরি করে লাল-হলুদ। তাদের রক্ষনভাগে উঠে আসা আক্রমণ সামাল দিতে গিয়ে কার্যত ছেড়ে দে মা কেঁদে বাঁচি পরিস্থিতি দেখা দেয়।
যা সামাল দিতে গিয়ে একে একে প্রায় তিনবার পেনাল্টি পাওয়া মতো অবস্থা তৈরি হলেও তা দিতে রাজি হননি ম্যাচ রেফারি। যা নিয়ে গতকাল থেকে সরগরম হয়ে উঠেছিল কলকাতা ময়দান। তার বদলাই আজ নিয়ে নিল ছোটরা। তবে এবার সেটা আইএসএল কিংবা ওডিশা এফসি নয়। এবার অনূর্ধ্ব ১৭ যুবলীগের ম্যাচে। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ বারাকপুরে স্পোর্টস ওডিশার মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল।
নির্ধারিত সময়ের শেষে ৬-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় কলকাতা ময়দানের এই প্রধান। আজ লাল-হলুদ জার্সিতে গোল পান যথাক্রমে সুজয়, দেবজিত, দিপু ও সুমিত। যা দেখে খুশি আপামর লাল-হলুদ জনতা। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই এই ফুটবল লিগের ম্যাচে মোহনবাগানের ঘরের মাঠে মোহনবাগান দলকে বিরাট বড় ব্যবধানে হারিয়েছিল লাল-হলুদ শিবির। যা নিয়ে প্রবল উন্মাদনা দেখা দিয়েছিল সকলের মধ্যে। সেই ধারা বজায় রেখেই আজ ফের জয় লাভ। যা এবারের পয়েন্ট টেবিলে অনেকটাই এগিয়ে দিয়েছে কলকাতা ময়দানের এই প্রধানকে। যার দরুণ টানা দুই ডার্বি জয় করার পর এবার ও যথেষ্ট চনমনে থাকল মশাল ব্রিগেড।
গতকাল ওডিশা এফসির বিপক্ষে ড্র কিছুতেই মেনে নিতে পারছে না আপামর লাল-হলুদ জনতা। তবে তার মাঝে আজ ওডিশার বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়ে কিছুটা হলেও খুশি সমর্থকরা। তবে এটা স্পোর্টস ওডিশা। তাতে ও ওডিশা বধের আমেজ পেয়েছেন সমর্থকরা।
FT| 🔙 to winning ways! 😍#U17YL #JoyEastBengal #EastBengalFC pic.twitter.com/bjCZfJflIg
— East Bengal FC (@eastbengal_fc) December 23, 2023