Calcutta League: ফের দাপট লাল-হলুদ (East Bengal ) ব্রিগেডের। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ইস্টার্ন রেলওয়ে (Eastern Railway) দলের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল। প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে গোটা মাঠ দাপিয়ে বেড়াল কলকাতার এই প্রধান।
নির্ধারিত সময়ের শেষে ৫-১ গোলে ম্যাচ জিতে নিল ইমামি ইস্টবেঙ্গল। দলের হয়ে জোড়া গোল করেন আমন সিকে। এছাড়াও একটি করে গোল করেন অভিষেক কুঞ্জম,রাজিবুল ও গুইতে। অন্যদিকে ইস্টার্ন রেলওয়ে দলের হয়ে একটি মাত্র গোল করেন দিব্যেন্দু চন্দ্র। গত ম্যাচে বেহালা দলের কাছে আটকে যাওয়ার পর আজকে দলের এই জয় দেখে যথেষ্ট খুশি ইস্টবেঙ্গল সমর্থকরা।
আজ ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচ থাকায় শুরু থেকেই বাড়তি উন্মাদনা দেখা দিয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। তাছাড়া গত ম্যাচে এগিয়ে থেকে ড্র করাটা কিছুতেই মেনে নিতে পারছিলেননা দলের খেলোয়াড়রা। সেজন্য আজ শুরু থেকেই যেন বাড়তি তাগিদ দেখা দিয়েছিল লাল-হলুদ ফুটবলারদের মধ্যে।
ম্যাচের ঠিক ২১ মিনিটের মাথায় প্রতিপক্ষের গোল বক্সের বাইরে ফ্রিকিক নেন দ্বীপ সাহা। সেই বল প্রতিপক্ষের গোলরক্ষক প্রতিহত করতে সক্ষম হলেও সুযোগ বুঝে বল গোলে ঠেলে দেন অভিষেক। যারফলে, ১-০ ব্যবধানে এগিয়ে যায় দল। তারপর থেকে আক্রমণের তেজ যেনো আরও বাড়াতে শুরু করে ইস্টবেঙ্গল। এভাবেই ঠিক ৩১ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোল করেন গুইতে। তার ৫ মিনিট পর আমনের পা থেকে আবার উঠে আসে গোল। যারফলে, প্রথমার্ধের ম্যাচের শেষে ৩-০ গোলে এগিয়ে যায় ইমামি ইস্টবেঙ্গল।
FT| The boys rise to the occasion and secure a dominant win in front of our fans! ❤️💛#CFL #JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/EEMQRdHNXg
— East Bengal FC (@eastbengal_fc) July 27, 2023
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে থাকে রেলওয়ে দলের ফুটবলার। ছোটো ছোটো পাস খেলে আক্রমণে উঠে আসতে থাকে ফুটবলাররা। আটকাতে গেলে পেনাল্টি আদায় করে বসে ইস্টার্ন রেলওয়ে। ঠিক ৫২ মিনিটের মাথায় সেই পেনাল্টি থেকে গোল করে ১-৩ ফলাফলে দলকে নিয়ে আসেন দিব্যেন্দু চন্দ্র। তবে তা খুব একটা প্রভাব ফেলতে পারেনি লাল-হলুদ ফুটবলারদের মধ্যে। তার বদলে ম্যাচের ঠিক ৭৮ মিনিটের মাথায় আমনের পা থেকে উঠে আসে দলের চতুর্থ গোল। শেষে রাজিবুল মিস্ত্রির গোলে ৫-১ ফলাফল নিয়ে জিতে মাঠ ছাড়ে বিনো জর্জের ছেলেরা।