HomeSports Newsলাল-হলুদ ঝড়! বসুন্ধরার বিপক্ষে ৪ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল

লাল-হলুদ ঝড়! বসুন্ধরার বিপক্ষে ৪ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল

- Advertisement -

এএফসি চ্যালেঞ্জ লিগ (AFC Challenge League) থেকেই শক্তি বাড়াচ্ছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal )। নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় ভুটানের চিংলিমিথাম স্টেডিয়াম টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে লাল-হলুদ ব্রিগেড। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলাদেশের শক্তিশালী ক্লাব বসুন্ধরা কিংস। বিশেষজ্ঞদের মতে এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা থাকলেও প্রথমার্ধের শেষে দাপট বজায় রাখল ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে অস্কার ব্রুজনের ছেলেরা।

এদিন ম্যাচের এক মিনিটেই গোল তুলে নেয় মশাল ব্রিগেড। দলের হয়ে প্রথম গোল করেন গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস। তারপর থেকেই আত্মবিশ্বাসের তুঙ্গে উঠে আসে কলকাতা ময়দানের এই প্রধান। সাথে সাথেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে ইস্টবেঙ্গল। যারফলে ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় সাউল ক্রেসপো’রা। ২০ মিনিটের মাথায় দূরপাল্লার শট থেকে গোল তুলে নেন বাঙালি ফুটবলার সৌভিক চক্রবর্তী। তারপর ঠিক ৮ মিনিটের ব্যবধানে আসে তৃতীয় গোল।

   

এবার প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে বল জালে জড়িয়ে যান নন্দকুমার সেকার। এই গোলের পর থেকেই মনোবল ভাঙতে শুরু করে বসুন্ধরা কিংসের। সেই সুযোগ নিয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেয় ইস্টবেঙ্গল। ৩৩ মিনিটের মাথায় গোল বক্সের বাইরে থেকে অনবদ্য শটে গোল করে যান ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলি। তারপরে ও আরও একাধিকবার গোলের সুবর্ণ সুযোগ তৈরি হলেও সেটা কাজে লাগাতে পারেননি ফুটবলাররা।

নাহলে অনায়াসেই আরও বাড়তে পারত ব্যবধান। তবে ভুল ত্রুটি শুধরে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে জয় সুনিশ্চিত করাই অন্যতম লক্ষ্য লাল-হলুদের। অপরদিকে রক্ষণভাগকে শক্তিশালী করে ম্যাচে ফিরতে চাইবে বসুন্ধরা কিংস।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular