ডেম্পোর গোলরক্ষককে দলে নিতে মরিয়া ইস্টবেঙ্গল

অনেক আগে থেকেই নতুন মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। দেশী হোক‌ কিংবা বিদেশী ফুটবলার, সবক্ষেত্রেই টুর্নামেন্টের একাধিক দলকে টেক্কা…

Dempo SC Goalkeeper Sangramjit Roy Chowdhury

অনেক আগে থেকেই নতুন মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। দেশী হোক‌ কিংবা বিদেশী ফুটবলার, সবক্ষেত্রেই টুর্নামেন্টের একাধিক দলকে টেক্কা দিয়ে ঘর গোছানোর কাজ এগিয়ে নিয়ে গেছে এই প্রধান। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা সমর্থকদের কাছে। নতুন মরশুমে দল যে আরো অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে সেই নিয়ে কোনও সন্দেহ নেই।

তবে শুধু আইএসএল বা ডুরান্ড কাপ নয়। নতুন সিজনে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়ার ম্যাচ ও খেলতে হবে তাদের। সেজন্য, সবরকম ভাবে দল তৈরি করে রাখতে মরিয়া ম্যানেজমেন্ট।

   

সিনিয়র দলের পাশাপাশি লাল-হলুদের রিজার্ভ বেঞ্চকে ও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে ইমামির। সেইমতো কলকাতা ময়দানের একাধিক ফুটবল ক্লাবের পাশাপাশি দ্বিতীয় ডিভিশন আই লিগ থেকেও বেশকিছু ফুটবলারদের চূড়ান্ত করে ফেলেছে দল। এই সিজনে খুব একটা খারাপ পারফরম্যান্স থাকেনি ছোটদের। ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের ফাইনালিস্ট থেকেছে বাংলার এই ফুটবল ক্লাব।

তাছাড়া অন্যান্য টুর্নামেন্টেও আকর্ষণীয় পারফরম্যান্স বিনো জর্জের ছেলেদের। নতুন সিজনে ও সেই ছন্দ ধরে রাখার পরিকল্পনা রয়েছে সকলের। সবকিছু মাথায় রেখেই দল গঠন করছে এই প্রধান।

সেক্ষেত্রে এবার উঠে আসতে শুরু করেছে ২৫ বছর বয়সী গোলরক্ষক সংগ্ৰাম জিৎ রায়চৌধুরীর নাম। পূর্বে এই সিজনে ডেম্পো স্পোর্টস ক্লাবের হয়ে দ্বিতীয় ডিভিশন আইলিগ খেলেছেন এই ফুটবলার। যেখানে ৮টি ম্যাচে ২টি ক্লিনশিট থেকেছে এই ফুটবলারের। পাশাপাশি ৮টি গোল হজম ও করতে হয়েছে তাকে। শোনা যাচ্ছে, প্রিমিয়ার ডিভিশন লিগের পাশাপাশি ডুরান্ড কাপের মতো টুর্নামেন্টের কথা মাথায় রেখে তাকে দলে চাইছে মশাল ব্রিগেড।