Transfer Market: দল বদলের বাজারে নামতে দেরি করছে ইস্টবেঙ্গল?

বৃহস্পতিবার বৈঠক। নতুন মরসুমের দল (Transfer Market) গঠনের ব্যাপারে আলোচনা করতে পারেন ইস্টবেঙ্গল কর্তারা। এরপর হয়তো নেওয়া হবে পদক্ষেপ। ততক্ষণে কি দেরি হয়ে যাবে অনেকটা?…

East Bengal Revives Playoff Aspirations, Defeating Jamshedpur FC in a Pivotal Victory

বৃহস্পতিবার বৈঠক। নতুন মরসুমের দল (Transfer Market) গঠনের ব্যাপারে আলোচনা করতে পারেন ইস্টবেঙ্গল কর্তারা। এরপর হয়তো নেওয়া হবে পদক্ষেপ। ততক্ষণে কি দেরি হয়ে যাবে অনেকটা? প্রশ্ন উঠতে শুরু করেছে।

কলিঙ্গ সুপার কাপ জেতার সুবাদে আন্তর্জাতিক ফুটবলে ফিরতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। সেহেতু ক্লাব নামকরা কয়েকজন ফুটবলারকে সই করাতে পারে বলে আশা করা হচ্ছে। চলতি বর্ষে স্কোয়াডে থাকা একাধিক বিদেশি ফুটবলারকে আগামী মরসুমে লাল হলুদ শিবিরে হয়তো খেলতে দেখা যাবে না। তাঁদের জায়গায় নতুন বিদেশি ফুটবলারকে সই করাতে হবে।

   

এখনও পর্যন্ত যা আপডেট তাতে ক্লেইটন সিলভা, হিজাজি মাহের, সাউল ক্রেসপো, মাদিহ তালালদের ইস্টবেঙ্গল কর্তারা নতুন মরসুমের জন্য চূড়ান্ত করেছেন। বাকি ফরেজ ফুটবলারদের বিদায় জানানো হতে পারে। ফেলিসিও ব্রাউন, আলেকজান্দার, ভাসকুয়েজদের বদলে ক্লাব কাদের সই করাবে সে দিকে লাল হলুদ সমর্থকরা তাকিয়ে রয়েছেন। বিদেশি ফুটবলার ছাড়াও ঘরোয়া প্রতিভা সই করানোর ক্ষেত্রেও ক্লাবকে জোর দিতে হবে।

ইন্ডিয়ান সুপার লিগ খেলা প্রায় সব দল ট্রান্সফার মার্কেটে সক্রিয় রয়েছে। একাধিক নামকরা স্বদেশি ও বিদেশি ফুটবলারদের নিয়ে পাওয়া যাচ্ছে আপডেট। বিগত কয়েক মরসুমে ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে প্রচুর জল্পনা থাকলেও দল বদলের বাজারে খুব বেশি চমক দিতে পারেনি ক্লাব। এবারেও কি একই ঘটনার পুনরাবৃত্তি? ক্লাব সমর্থকদের মধ্যে রয়েছে আশংকা। জানা যাচ্ছে, ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লস কুয়াদ্রতের মতামত নিয়েই দল গঠনের কাজে জোর দিতে পারেন কর্তারা।