আইএসএলে রেকর্ড গড়ল ‘লাস্ট বয়’ ইস্টবেঙ্গল, পিছনেই ‘ফাস্ট বয়’ মোহনবাগান !

ISL Kolkata Derby Mohun Bagan SG vs East Bengal FC

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) সকলকে তাক লাগিয়ে দিচ্ছে বাংলার ফুটবল প্রেমীরা। পিছিয়ে নেই ইস্ট-মোহন দুই দলের সমর্থকরাও। এই মরশুমে দর্শক উপস্থিতিতে রেকর্ড গড়ল ইস্টবেঙ্গল (East Bengal)। এক ধাপ পিছিয়ে তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট (Mohunbagan SG) ।

Mohammedan SC : বেঙ্গালুরু ম্যাচের আগে সাদা-কালো সমর্থকদের জন্য বড় ঘোষণা ক্লাবের!

   

আইএসএলের এই মরশুমে পারফরম্যান্সের দিকে লিগ টেবিলের শেষে থাকা ইস্টবেঙ্গলের থেকে কয়েক গুন পিছনে ফেলে লীগ টেবিলের শীর্ষে রয়েছে পড়শী ক্লাব মোহনবাগান। তবে দর্শক উপস্থিতিতে সকলকে টপকে এখন পর্যন্ত শীর্ষ স্থান দখল করে রেখেছে লিগ টেবিলের লাস্ট বয় ইস্টবেঙ্গল।

KKR : দলে এসেই নাইটদের দায়িত্ব নিতে তৈরি কোন ক্রিকেটার? করলেন ‘বিস্ফোরক’ মন্তব্যও

ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরশুমের কলকাতা ডার্বি ম্যাচেই সব থেকে বেশি দর্শক মাঠে উপস্থিত ছিল। যদিও এই ডার্বির আয়োজকের ভূমিকায় ছিল ইস্টবেঙ্গল। এই ম্যাচের দুই দল অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকদের সংখ্যা ছিল ৫৯,৮৭২। দর্শক স্থানে দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান বনাম মুম্বাই সিটি ম্যাচে মাঠে উপস্থিত দর্শকের সংখ্যা ছিল ৪১,০০২। তৃতীয় স্থানেও রয়েছে বাগান শিবির ৪১,০০১ সংখ্যক দর্শক উপস্থিত ছিল মিনি কলকাতা ডার্বি অর্থাৎ মোহনবাগান বনাম মহামেডান ম্যাচে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleআইএসএলে ইস্টবেঙ্গলের পরপর লাল কার্ড: সমাধান কী?
Next articleশত্রুদের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠল বোফর্স, আনা হল এই বিশেষ পরিবর্তন
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।