মোহনবাগানের পর এবার East Bengal করল বড় ঘোষণা

east bengal new contract with Saul Crespo

আপুইয়াকে সই করিয়ে চমক দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার ইস্টবেঙ্গলের (East Bengal) পক্ষ থেকে করা হল বড় ঘোষণা। আগামী মরসুমের জন্য চূড়ান্ত হলেন বিদেশি ডিফেন্ডার।

Advertisements

ইস্টবেঙ্গল এফসি ২০২৫-২৬ মরসুমের শেষ পর্যন্ত ডিফেন্ডার হিজাজি মাহেরের পরিষেবা নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার বিকেলে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই সই সংবাদ। হিজাজি লাল হলুদ শিবিরে শেষ পর্যন্ত থাকবেন কিনা সে ব্যাপারে জল্পনা শুরু হয়েছিল। পরে এটাও জানা গিয়েছিল যে ইস্টবেঙ্গলের জার্সি পরেই পরের মরসুমে খেলবেন জর্ডানের এই ফুটবলার।

Mohun Bagan: আরও একটি বিষয়ে মোহনবাগানকে পিছনে ফেলেছে MCFC

‘হিজাজি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে। ক্লিয়ারেন্স, এরিয়াল ডুয়েল এবং ইন্টারসেপশনে অবিশ্বাস্য কিছু পরিসংখ্যান রয়েছে ওর নামের পাশে। হিজাজি যুক্ত হওয়ার পর থেকে ইন্ডিয়ান সুপার লিগে আমাদের রক্ষণ আরও মজবুত হয়েছিল।’ ইস্টবেঙ্গল এফসির প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত জানিয়েছেন, ‘হিজাজি অন্যান্য ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিল, কিন্তু আমাদের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে আমাদের এএফসি অভিযান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছে।’

 

Advertisements

গত মরসুমে ভারতীয় ফুটবল লিগের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন হিজাজি মাহের। ২৬ বছর বয়সী জর্ডানের এই ফুটবলার ইস্টবেঙ্গলের কলিঙ্গ সুপার কাপ ২০২৪ জয়ের অভিযানে সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছিলেন।

গোলকিপারদের কাছে ক্ষমা চেয়ে অবসর নিলেন ISL খেলা গোলমেশিন

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নেওয়ার পর মাহের নিজে বলেছেন, ‘আমার হৃদয়ে ইস্টবেঙ্গল আলাদা জায়গা করে নিয়েছে। এই মহান ক্লাবের হয়ে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার পেয়েছি। সমর্থকদের কাছ থেকে পেয়েছিল অফুরন্ত ভালবাসা। প্রতিদানে আমিও তাদের সব সময় খুশি করতে চেয়েছি।’