ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ করার পর থেকে এখনো ছন্দে ফিরতে পারেনি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। টানা তিনটে মরশুম লিগ টেবিলের তলানিতে থেকেছে দল। যা নিয়ে প্রচন্ড হতাশ ছিল সমর্থকরা। এই পরিস্থিতির বদল ঘটাতেই চলতি বছরের এপ্রিল মাসে ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে। একটা সময় সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে আইএসএল জিতিয়ে এসেছিলেন তিনি।
তবে পরবর্তীতে যোগদান করেছিলেন ডেনমার্কের একটি ক্লাবে। সেখান থেকেই দুই মরশুমের জন্য কুয়াদ্রাতকে দলের দায়িত্ব দেয় ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। এরপর তার কথা মতোই দল গঠনের কাজে হাত দেয় ম্যানেজমেন্ট। দলে আনা হয় নন্দকুমার শেখর থেকে শুরু করে প্রভসুখন সিং গীল সহ মন্দাররাও দেশাইয়ের মতো ফুটবলারদের। পাশাপাশি বিদেশি নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা দেখান কোচ কার্লোস কুয়াদ্রাত।
তার নির্দেশ মতোই দলে যুক্ত করা হয় সাউল ক্রেসপো থেকে শুরু করে জাভিয়ের সিভেরিও টোরো ও বোরহা হেরেরাকে। এমনকি পরবর্তীতে অজি তারকা জর্ডন এলসে ও স্প্যানিশ তারকা অ্যান্তোনিও পার্দো লুকাসের মতো ডিফেন্ডারদের। এবারের ডুরান্ড কাপে সেই দল যথেষ্ট ভালো পারফরম্যান্স করলেও শেষ রক্ষা হয়নি। ফাইনালে পরাজিত হতে হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে। তবে দলের পারফরম্যান্স নিয়ে খুশি ছিল সকলেই।
তবে আইএসএল মরশুম শুরু হওয়ার আগেই অজি তারকা জর্ডন এলসের চোট যথেষ্ট প্রভাব ফেলে দলের মধ্যে। যারফলে, জর্ডান থেকে হিজাজি মাহেরকে এদেশে উড়িয়ে আনা হলেও এখনো ম্যাচফিট হয়ে উঠতে পারেননি তিনি। অন্যদিকে, ক্লেটন সিলভার পাশাপাশি ফরোয়ার্ড লাইনের দায়িত্বে থেকে ও এখনো পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ থাকেন জাভিয়ের সিভেরিও টোরো। এমনকি দলের রক্ষনভাগে ও আহামরি পারফরম্যান্স করতে পারেননি পার্দো লুকাস। যা নিয়ে চিন্তায় স্প্যানিশ কোচ।
তাই এই পরিস্থিতিতে কোচের নির্দেশ মেনে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে লাল-হলুদ ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, আগত উইন্টার ট্রান্সফার উইন্ডো পর্যন্ত পার্দো ও সিভেরিওকে কড়া নজরে রাখবেন কুয়াদ্রাত। এখনো পর্যন্ত আইএসএলে খুব একটা নজর কাড়তে না পাড়লেও টুর্নামেন্টের প্রথম লেগের বাকি ম্যাচ গুলিতেও তাদের দেখে নিতে চান তিনি। জানুয়ারি পর্যন্ত তাদের পারফরম্যান্সের বদল না ঘটলে এই দুই বিদেশি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দল থেকে রিলিজ করে দেওয়া হতে পারে সিভেরিও টোরো ও পার্দো লুকাসকে। হ্যাঁ ঠিকই শুনেছেন। তাদের বদলে দলে আসতে পারেন দুই নয়া ফুটবলার। কিন্তু বিকল্প হিসেবে এখনো কারুর নাম সামনে না আসলেও মনে করা হচ্ছে এক্ষেত্রে অজি ফুটবলারদের দিকেই নাকি বাড়তি নজর রাখছে লাল-হলুদ।