East Bengal : জল্পনার মাঝেই একজনকে নিশ্চিত করে ফেলল লাল-হলুদ

East Bengal Club rope in aridai cabrera

ইমামি ইস্টবেঙ্গলকে (East Bengal) কেন্দ্র করে চরমে জল্পনা। এরই মাঝে একজন ফুটবলারকে ক্লাব নিশ্চিত করে ফেলল। ২৬ বছর বয়সী এই খেলোয়াড় ইন্ডিয়ান সুপার লিগে একাধিক ক্লাবে খেলেছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যার খবর, ইমামি ইস্টবেঙ্গল নিশ্চিত করেছে এক গোলরক্ষককে। জানা গিয়েছে, কমলজিত সিংকে নিশ্চিত করেছে দল। তিনি ইতিমধ্যে খেলেছেন ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাবে। ২০১৭ সাল থেকে ইন্ডিয়ান সুপার লিগ খেলছেন। আগামী দিনে ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য দূর্গ প্রহরী হয়ে ওঠার সমস্ত সম্ভাবনা তাঁর রয়েছে। 

   

২৬ বছর বয়সী এই গোলরক্ষক উঠে এসেছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এলিট অ্যাকাডেমি থেকে। পেশাদার কেরিয়ারে একাধিক ক্লাবে খেলেছেন। যার মধ্যে রয়েছে পুনে সিটি, হায়দরাবাদ ফুটবল ক্লাব, ওড়িশা ফুটবল ক্লাব। ওড়িশার হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আগামী দিনে লাল হলুদ জার্সিতে কেমন পারফর্ম করেন এখন সেটাই দেখার।

বিগত কয়েক দিন ধরে ইস্টবেঙ্গলের গোলকিপার সমস্যার কথা উঠে এসেছিল। কারণ পদন সিং এবং শুভাশীষ রায় চৌধুরী ছাড়া অন্য কোনো অভিজ্ঞ গোলরক্ষক স্কোয়াডে নেই। শুভাশীষের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। অ্যালবিনো গোমসের নাম খুব শোনা গিয়েছিল। এরই মধ্যে নিশ্চিত হলেন কমলজিত সিং।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন