East Bengal: ফের আর এক নয়া ফুটবলারকে দলে নিল ইস্টবেঙ্গল

থাঙ্কাদার দাস কে দলে নেওয়ার চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল (East Bengal )। কিন্তু শেষ অবধি তাকে দলে নিতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। কারণ সংশ্লিষ্ট ফুটবলারকে কোনও চুক্তিপত্র পাঠাইনি তারা।

East Bengal

short-samachar

থাঙ্কাদার দাস কে দলে নেওয়ার চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল (East Bengal )। কিন্তু শেষ অবধি তাকে দলে নিতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। কারণ সংশ্লিষ্ট ফুটবলারকে কোনও চুক্তিপত্র পাঠাইনি তারা। এই সুযোগে ওড়িশা এফসি তাকে দলে তুলে নিয়ে দারুণ চমক দিয়েছে বলা যায়। ইস্টবেঙ্গলের কর্তাদের গাফিলতির জেরে এভাবেই একের পর এক ভবিষ্যতের তারকা ফুটবলারদের হাতছাড়া করছে টিম ম্যানেজমেন্ট।

   

Manas Dubey

এরমধ্যে ভালো খবর বেরিয়ে এল ইস্টবেঙ্গলের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোকে কেন্দ্র করে, শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি টু দলের ভারতীয় গোলকিপার মানস দুবে কে কনফার্ম করে নিয়েছে ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট । ২০ লাখ টাকা বর্তমানে মার্কেট ভ‍্যালু এই গোলকিপারের।তার সাথে হায়দ্রাবাদ এফসির চুক্তি ছিলো ২০২৩ সালের ৩১ শে মে অবধি।

কিন্তু অন‍্যদিকে ইস্টবেঙ্গলের গোলকিপার কমলজিৎ এর চোট থাকায় তার বিকল্প হিসেবে যুদ্ধকালীণ পরিস্থিতিতে এই ফুটবলার কে দলে নিয়ে এলো ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।ইতিমধ্যে লাল হলুদ শিবিরে যোগদান করে অনুশীলন করা শুরু করে দিয়েছে এই গোলকিপার,এমনটাই জানা যাচ্ছে।তবে লোন নাকি পাকাপাকি ভাবে এই ডিলটা হয়েছে, সেটা এখনও জানা যায়নি।