East Bengal: ৪ জন নিশ্চিত, ভূমিপুত্রদের বাড়তি গুরুত্ব দিচ্ছ ইস্টবেঙ্গল!

   জোর কদমে দল গঠনের কাজ চালাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। ইতিমধ্যে দল নিশ্চিত করেছে একাধিক ফুটবলারকে। এখনও পর্যন্ত প্রকাশ্যে যতুটুকু খবর এসেছে, ইস্টবেঙ্গল নিশ্চিত…

East Bengal vs Mohun Bagan change in line up
  

জোর কদমে দল গঠনের কাজ চালাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। ইতিমধ্যে দল নিশ্চিত করেছে একাধিক ফুটবলারকে। এখনও পর্যন্ত প্রকাশ্যে যতুটুকু খবর এসেছে, ইস্টবেঙ্গল নিশ্চিত করেছে অন্তত চারজন বাঙালি ফুটবলারকে।

   

মরসুম শেষ হওয়ার আগে থেকে ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে জল্পনা চলেছে লাগাতার। জল্পনা এখনও চলছে। তার মধ্যেই প্রকাশ্যে আসছে নিশ্চিত কিছু সই সংবাদ। সিনিয়র দলের পাশাপাশি দলের রিভার্জ দলকেও শক্তিশালী করছে ক্লাব। ইতিমধ্যে চারজন বাঙালি ফুটবলার নিশ্চিত হয়েছেন লাল হলুদ শিবিরে। আগামী দিনে বাংলার আরও একাধিক ফুটবলারকে দেখে যেতে পারে কলকাতার শতাব্দী প্রাচীন এই ক্লাবে।

আপাতত নতুন কোন কোন বাঙালি ফুটবলার এবার যোগ দিলেন ইস্টবেঙ্গল ক্লাবে?

  • মনোতোষ চাকলাদার- ইস্টবেঙ্গলের হয়ে আগেও খেলেছেন মনোতোষ। আসন্ন ঘরোয়া লিগের কথা মাথায় রেখে তাঁকে ফের স্কোয়াডের সঙ্গে যুক্ত করল ক্লাব। গত মরসুমে কলকাতা ফুটবল লিগ খেলেছিলেন ডায়মন্ড হারবারের হয়ে।

East Bengal: হিজাজি কিংবা মহেশের বদলে ইস্টবেঙ্গলের এই ফুটবলার হলেন মরসুমের সেরা

  • বিজয় মুর্মু- পুরুলিয়ার ছেলে বিজয় এবার ইস্টবেঙ্গল ক্লাবে। স্কাউটিং করে আক্রমণভাগের এই ফুটবলারকে দলে নিয়েছে ক্লাব। উইংয়ে ভাল খেলতে পারেন। অতীতে খেলেছেন ভবানীপুরের হয়ে।

Brandon Fernandes: ব্র্যান্ডন ফার্নান্দেজকে নিয়ে বড় ঘোষণা করল ক্লাব

  • চাকু মান্ডি- বিজয়ের মতো ইনিও খেলেছেন ভবানীপুরের হয়ে। চাকু মান্ডি রক্ষণভাগের ফুটবলার। ঘরোয়া লিগে ভাল খেলার মতো ক্ষমতা তাঁর রয়েছে।

CFL: ৬ গোল করেও মেলেনি বড় দল, রেলের হয়ে খেলে ঘুরে দাঁড়াতে চান সারকিন

  • সুব্রত মুর্মু- আক্রমণভাগের আরও এক ফুটবলার, স্ট্রাইকার। ইউনাইটেড স্পোর্টস থেকে উঠে এসেছে কলকাতার মাঠে। খেলেছেন রেলের হয়ে। মূলত দলে নেওয়া হয়েছে রিজার্ভ দল শক্তিশালী করার লক্ষ্য নিয়ে।