East Bengal: ফের চমক দিয়ে আগামী মরশুমের জন্য আরও এক ফুটবলারকে ‘বুক’ করল ইস্টবেঙ্গল

আগামী মরশুমের জন্য জোর কদমে দল গোছাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। কর্তারা ‘বুক’ করলেন আরও এক ফুটবলারকে। আগামী বছরের ইন্ডিয়ান সুপার লিগের জন্যও তাঁকে ভাবা…

East Bengal: ফের চমক দিয়ে আগামী মরশুমের জন্য আরও এক ফুটবলারকে 'বুক' করল ইস্টবেঙ্গল

আগামী মরশুমের জন্য জোর কদমে দল গোছাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। কর্তারা ‘বুক’ করলেন আরও এক ফুটবলারকে। আগামী বছরের ইন্ডিয়ান সুপার লিগের জন্যও তাঁকে ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে ।

জর্জ টেলিগ্রাফের হয়ে নজর কেড়েছিলেন গোলরক্ষক সুরেশ জয়সওয়াল। কলকাতা লিগে বেশ কয়েকটি ম্যাচে একার হাতে অক্ষত রেখেছিলেন দলের দূর্গ। সূত্রের খবর, সুরেশের সঙ্গে কথা পাকা করে ফেলেছেন লাল হলুদ কর্তারা। 

২২ বছর বয়সী সুরেশের উত্থান ইস্টবেঙ্গল ইয়ুথ অ্যাকাডেমি থেকে। সেখান থেকে গিয়েছিলেন তরুণ সংঘে। খেলেছেন হায়দার এফসিতেও। ইস্টবেঙ্গলে আসছেন জর্জ টেলিগ্রাফ থেকে। 

Advertisements

আইএফএ শিল্ডে দারুণভাবে নিজেকে মেলে ধরেছিলেন সুরেশ। সেমিফাইনালে আগলে রেখেছিলেন জর্জের তেকাঠি। শিল্ডের ফাইনালে উঠেছিল টিম। 

আগামী মরশুমে কলকাতা ফুটবল লিগ, ডুরান্ড কাপ এবং শিল্ডে অংশ নিতে পারে ইস্টবেঙ্গল। সেখানে বড় ভূমিকা পালন করতে পারেন সুরেশ। আইএসএল এর জন্যও তাঁকে ভাবা হয়েছে বলে মনে করা হচ্ছে।