East Bengal: দলের দূর্বলতা সম্পর্কে ‘বিস্ফোরক’ লাল-হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন

stephen constantine

চলতি মরশুমটা একেবারেই ভালো যাচ্ছেনা ইস্টবেঙ্গলের (East Bengal)। ইন্ডিয়ান সুপার লিগের কোনও ম‍্যাচে জিতছে, তো কোনও ম‍্যাচ হারছে। একেবারেই ধারাবাহিক নয় তারা। সদ‍্য বেঙ্গালুরু এফসিকে হারিয়েছিলো ইস্টবেঙ্গল,‌এরপর ফের তারা মুখ থুবড়ে পরে। ওড়িশা এফসির বিরুদ্ধে। এক গোলে এগিয়ে থাকলেও ওড়িশার কাছে ৩-১ গোলে হার হজম করে তারা।

এমন এক গোলে এগিয়ে থেকেও কি ম‍্যাচে হারতে হলো দলের রক্ষণের ভুলেই ? জবাবে কনস্টানটাইন বলেছেন, তিনি ম‍্যাচ হারের জন্যে কোনও নির্দিষ্ট ফুটবলারকে দায়ী করতে চান না।কারণ দল ম‍্যাচ জেতে, হারলেও দায় দলের’ই।

   

ঠিক কোথায় সমস্যা হচ্ছে ইস্টবেঙ্গলের। কেনো বারবার জয়ের আলোর মুখ দেখার রেশ কাটার আগেই ফের হারের ধাক্কা খায়‍। কনস্টানটাইন সাফ বলেছেন, ” আমরা ধারাবাহিক ভাবে ভালো খেলতে পারছি না কখনও। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালো কিছু করতে, নিজেদেরকে শোধরাতে। আমাদের সামগ্রিক দল হিসেবে ঘুরে দাড়াতে হবে। বল বা বল ছাড়া,সব রকম পরিস্থিতি তে ভালো খেলতে হবে।” শুক্রবার জামশেদপুর এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন