এলিয়ান্দ্রোর বদলে জ্যাক জার্ভিসকে (Jack Jarvis) দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal), এ খবর আমরা জেনেছি সকলেই।ইতিমধ্যে কলকাতায় পৌঁছে গেছেন তিনি।দলের নবাগত বিদেশি শহরে পৌঁছে যাওয়ার পর এখনও অবধি তাকে কেনো সই করাচ্ছে না লাল হলুদ ব্রিগেড ? এমন প্রশ্ন তুলছে অনেকেই।
শোনা যাচ্ছে জার্ভিসের খেলার স্টাইল দেখে একেবারেই খুশি নন ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন।তাই আক্রমণ ভাগের এই ফুটবলার কে চূড়ান্ত করার আগে তাকে একবার ট্রায়ালে দেখে নিতে চান লাল হলুদের কোচ।জার্ভিস রাইট উইংয়ের ফুটবলার,সে ডান প্রান্ত থেকে উঠে বক্সে কাট ব্যাক করে শট মারেন, যেমনটা এর আগে ইস্টবেঙ্গলে অনিকেত যাদবকে খেলতে দেখেছি আমরা।অনিকেতের খেলার এমন স্টাইল দেখে তাকে খেলাতেন না স্টিফেন কনস্টানটাইন।
জার্ভিসের খেলার ধরন একই হওয়ায় তাকে নিয়ে এই মুহূর্তে খানিকটা দোটানায় আছে লাল হলুদ কোচ।আর এই কারণেই জার্ভিসের সইটা এখনও সরকারি ভাবে ঘোষণা করছেনা ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ।ট্রায়ালে জার্ভিসকে যদি মনে ধরে কনস্টানটাইনের তবেই তাকে দলে নেওয়া হবে।এখন প্রশ্ন হলো যখন এতোটাই সমস্যা,তাহলে এই ফুটবলার কে কলকাতায় আনা হলো কেনো ?
এদিকে ওমিদ সিংয়ের বাকি বেতন এখন মেটাতে পারেনি ইস্টবেঙ্গল।তাই বাকি ফুটবলার সই করাতে সমস্যার মধ্যে পড়েছে ইস্টবেঙ্গল।ওমিদের বকেয়া টাকা মেটাতে গতবছর ডিসেম্বর অবধি সময় দেওয়া হয়েছিল লাল হলুদ শিবির কে।সেই টাকা এখনও অবধি না মেটানোর জন্যে সমস্যায় আছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।শোনা যাচ্ছে খুব শীঘ্রই সেই টাকা এআইএফএফ’কে পাঠিয়ে দেবে ইমামি।