Oscar Bruzon : মহামেডান ম্যাচে হেক্টরের পরিবর্তে রক্ষণভাগে কে ইঙ্গিত অস্কারের

east-bengal-coach-oscar-bruzon-worried-about-defence-before-mohammedan-match-in-isl

ইস্টবেঙ্গল (East Bengal) এই মরশুমে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যন্সের পর এএফসি চ্যালেঞ্জ লিগ (AFC Challenge League) থেকে কিছুটা ছন্দে ফিরেছে। চ্যালেঞ্জ লিগে জয় পাওয়ার পর দলটি একটু হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। কিন্তু, আইএসএলে (ISL) পরিস্থিতি এখনও তেমন সুবিধাজনক নয়। কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই ম্যাচে হারতেই হয়েছে লাল-হলুদকে, যার ফলে এবার তার সামনে নতুন এক চ্যালেঞ্জ। মিনি ডার্বিতে হেক্টরের (Hector Yuste) পরিবর্তে মশাল ব্রিগেডের রক্ষণভাগে কে সেই নিয়ে চিন্তায় ফেলেছে নতুন স্প্যানিশ কোচকে।

টানা তিন হারে সমর্থকরা হতাশ, কী বললেন স্ট্যাহরে?

   

অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা এরপরই শনিবার ময়দানের আরেক প্রধান মহামেডান স্পোটিংয়ের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচে আইএসএলে নিজেদের রক্ষণ সামলানোর জন্যও এটি বড় পরীক্ষা হতে চলেছে মশাল ব্রিগেডের কাছে। বসুন্ধরার ম্যাচে খেলতে নেমে চোট পেয়েছিলেন লাল-হলুদের স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে। যদিও এরপর নেজমেহ এফসির বিরুদ্ধে খেলতে নেমেও দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।

KKR : মেগা নিলামে স্টার্কের পরিবর্তে কেকেআরের নজরে কোন ভারতীয় বোলার ?

এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে লাল-হলুদ ফুটবলাররা কলকাতায় ফিরলেও, চিকিৎসার জন্য স্পেনে চলে গিয়েছিলেন হেক্টর ইউস্তে। কালকে বড় ম্যাচ সেই ম্যাচে কার্যত অনিশ্চিত তিনি। তবে তাঁর পরিবর্তে দলে কে সেই নিয়ে ভাবছেন ইস্টবেঙ্গলের নব নিযুক্ত কোচ।

বৃহস্পতিবারের অনুশীলনে স্পষ্ট হয়ে ওঠে যে, কোচ অস্কার এবার ডিফেন্সে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছেন। সাউল ক্রেসপো ও মাদিহ তালালের সঙ্গে ডিফেন্সে কঠোর কাজ করেছেন তিনি। আরও গুরুত্বপূর্ণ, ডিপ ডিফেন্সে আনোয়ার আলির সঙ্গে জুটি বাঁধতে দেখা যায় জিকসন সিংকে। এটি একটি চমক ছিল, কারণ অস্কার সাধারণত ডিফেন্সে এত বড় পরিবর্তন করতে পছন্দ করেন না। তবে, মহামেডানের বিপক্ষে সম্পূর্ণ নতুন কৌশল নিয়ে নামার সম্ভাবনা রয়েছে।

সিআইইএসের শীর্ষ ১০ ব্যয়বহুল তরুণ ফুটবলারের তালিকা ঘোষণা

এদিকে, ইস্টবেঙ্গলের রক্ষণে লেফট ব্যাক হিসেবে থাকবেন লালচুংনুঙ্গা। রাইট ব্যাক পজিশনে কয়েকটি পরিবর্তন দেখা গেছে। কোচ নিশু কুমার এবং মহম্মদ রাকিপকে রাইট ব্যাক হিসেবে খেলিয়েছেন। তবে দলের বিদেশি ডিফেন্ডার হেক্টর ইউস্তে চোটের কারণে অনুপস্থিত, আর অন্য বিদেশি ডিফেন্ডার হিজাজি মাহেরকে পুরোপুরি দ্বিতীয় দলে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে অনুমান করা যাচ্ছে যে, মহামেডানের বিপক্ষে সম্পূর্ণ স্বদেশি রক্ষণ নিয়ে নামতে পারে ইস্টবেঙ্গল।

আইলিগের ক্লাবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার

ইস্টবেঙ্গলের জন্য শনিবারের মহামেডান ম্যাচটি অনেক বড় পরীক্ষা, যেখানে শুধু ডিফেন্স নয়, পুরো দলের মনোভাব ও প্রস্তুতি নিয়ে কোচ অস্কার ব্রুজো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন