ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো ছিল না ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। ডুরান্ড কাপের হতাশাজনক পারফরম্যান্সের পর আটকে যেতে হয় টানা ছয়টি ম্যাচ। তারপর কার্লেস কুয়াদ্রাতের পরিবর্তে দলের দায়িত্ব তুলে দেওয়া তুলে দেওয়া হয় আরেক স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের (Oscar Bruzon) হাতে। তাঁর তত্ত্বাবধানেই গত এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে ঘুরে দাঁড়ায় লাল-হলুদ ব্রিগেড। তবে শুধুমাত্র আন্তর্জাতিক টুর্নামেন্ট নয় ইন্ডিয়ান সুপার লিগে ও ছন্দে ফিরে আসে কলকাতা ময়দানের এই প্রধান।
বিশেষ করে গত ডার্বি ম্যাচে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবকে আটকে দেয় ইস্টবেঙ্গল (East Bengal)। তারপর সেই ধারা বজায় রেখেই টানা দুইটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। গত বৃহস্পতিবার সেই ধারা বজায় রাখার লক্ষ্য ছিল লাল-হলুদের কিন্তু সেটা সম্ভব হয়নি। অনবদ্য লড়াই করেও শেষ মুহূর্তে পরাজিত হতে হয় জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাবের কাছে। যা নিঃসন্দেহে হতাশ করেছে সকলকে। এক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট অখুশি থেকেছেন অস্কার (Oscar Bruzon)।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই প্রসঙ্গে তিনি বলেন, ” ওরা আমাদের ছোট দল হিসেবে দেখছে। আমাদের ফুটবলারকে মাঠের বাইরে বের করে দেওয়া খুব সহজ মনে করছে। আমাদের বিরুদ্ধে পেনাল্টি দেওয়া খুব সহজ মনে করছে। অপরদিকে আমাদের পক্ষে পেনাল্টি দেওয়া সহজ নয়। যখন একজন ফুটবলার বল কভার করছে, তখন তাঁর কনুই তোলার জন্য কখনও লাল কার্ড হয় না।”
এক্ষেত্রে কয়েক ম্যাচ আগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “দু’ম্যাচ আগে নন্দকুমারের সঙ্গেও একই জিনিস হয়েছে। রেফারি খুব ভালো জানে, কারা আহত হওয়ার ভান করে। আমাদের ফুটবলার লাল কার্ড দেখার সঙ্গে সঙ্গে যে মাঠে ছটফট করছিল, সে উঠে দাঁড়ালো। রেফারির উচিত নয় ইস্টবেঙ্গলকে (East Bengal) ছোট দল হিসেবে দেখা। আর সেটাই আজ পার্থক্য গড়ল। এটা পরিষ্কার।”